১০ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

বিবর্ণ বোলিং, বাজে ফিল্ডিংয়ে সিরিজ হার বাংলাদেশের

12 Nov 2024, 12:10 AM

৫ উইকেটের জয়ে সিরিজ আফগানিস্তানের

জয়ের জন্য প্রয়োজন ৫ রান। শরিফুল ইসলামের বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিলেন আজমাতউল্লাহ ওমারজাই। সিরিজ নির্ধারণী ম্যাচ ৫ রানে জিতে ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান।

বাংলাদেশের করা ২৪৪ রান ১০ বল বাকি থাকতেই টপকে গেছে আফগানরা। বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের মহড়ায় লড়াই করার পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতল বাংলাদেশ। গত বছর বাংলাদেশে এসে ২-১ ব্যবধানেই সিরিজ জিতেছিল তারা। আর সব মিলিয়ে আফগানদের এটি টানা তৃতীয় সিরিজ জয়।

রান তাড়ায় একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রহমানউল্লাহ গুরবাজ। তাকে একের পর এক সুযোগ দিয়ে কাজ করতে থাকে বাংলাদেশের ফিল্ডার। 

একাধিক জীবন পেয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ওমারজাইয়ের সঙ্গে তিনি গড়েন ১০০ রানের জুটি।

গুরবাজ ফেরার পর মোহাম্মাদ নাবিকে নিয়ে বাকি কাজ সারেন ওমারজাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা দুজন ৪৮ বলে যোগ করেন ৫৮ রান। ওমারজাই ৭৭ বলে ৭০ ও নাবি ২৭ বলে ৩৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। অভিষেকে গতির পসরা সাজিয়ে নজর কাড়েন নাহিদ। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন নাসুম আহমেদ। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)

আফগানিস্তান: ৪৮.২ ওভারে ২৪৬/৫ (গুরবাজ ১০১, সেদিকউল্লাহ ১৪, রেহমাত ৮, শাহিদি ৬, ওমারজাই ৭০*, নাইব ১, নাবি ৩৪*; শরিফুল ৮.২-০-৬১-০, নাহিদ ১০-১-৪০-২, নাসুম ১০-২-২৪-০, মুস্তাফিজ ৯-০-৫০-২, মিরাজ ১০-০-৫৬-১, সৌম্য ১-০-১২-০)

 

11 Nov 2024, 11:40 PM

৪৪ ওভারে আফগানিস্তানের দুইশ

আড়াইশ ছুঁইছুঁই রান তাড়ায় ৪৪তম ওভারে দুইশ রান পূরণ করল আফগানিস্তান। ৪৪ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান। জয়ের জন্য বাকি ৩৬ বলে আফগানিস্তানের প্রয়োজন ৪০ রান।

আজমাতউল্লাহ ওমারজাই ৬৬ বলে ৫৪ ও মোহাম্মাদ নাবি ১২ বলে ৯ রানে অপরাজিত।

11 Nov 2024, 11:27 PM

ওমারজাইয়ের ফিফটি

নাহিদ রানার গতিময় ফুল লেংথ ডেলিভারি চমৎকার কভার ড্রাইভে বাউন্ডারি মারলেন আজমাতউল্লাহ ওমারজাই। একইসঙ্গে তিনি পৌঁছে গেলেন পঞ্চাশে।

ক্যারিয়ারের সপ্তম ফিফটি করতে ৫৭ বল খেলেন তরুণ অলরাউন্ডার। ৩টি করে মারেন চার-ছক্কা।

11 Nov 2024, 11:24 PM

নাইবকে ফেরালেন নাহিদ

নতুন স্পেলে বোলিংয়ে ফিরেই আঘাত করলেন নাহিদ রানা। শর্ট বলে বড় শট খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন গুলবাদিন নাইব। লম্বা সময় বলের নিচে থেকে নিরাপদে ক্যাচ নেন জাকের আলি।

৫ বলে ১ রান করেন নাইব। নতুন ব্যাটসম্যান মোহাম্মাদ নাবি। 

৪১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। জয়ের জন্য ৯ ওভারে তাদের প্রয়োজন ৫২ রান।

11 Nov 2024, 11:22 PM

গুরবাজের দুই রেকর্ড

ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে একাধিক রেকর্ডে নাম তুলেছেন রহমানউল্লাহ গুরবাজ। এই কীর্তি গড়তে ৪৬ ইনিংস খেলতে হয়েছে ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

গুরবাজের চেয়ে কম ইনিংসে ৮টি ওয়ানডে সেঞ্চুরি করতে পেরেছেন শুধু হাশিম আমলা (৪৩) ও বাবর আজম (৪৪)। এছাড়া ২৩ বছর হওয়ার আগে ৮ সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান গুরবাজ। আগের দুজন সাচিন টেন্ডুলকার ও কুইন্টন ডি কক।

11 Nov 2024, 11:15 PM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

মেহেদী হাসান মিরাজের বড় টার্ন করা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না গুলবাদিন নাইব। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দিলেন না আম্পায়ার।

রিভিউ নিতে বেশি ভাবলেন না মিরাজ। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত, বৃথা যায় বাংলাদেশের রিভিউ।

৩৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। জয়ের জন্য বাকি ৬৬ বলে তাদের করতে হবে ৬১ রান।

আজমাতউল্লাহ ওমারজাই ৫১ বলে ৪৪ ও নাইব ২ বলে ০ রানে খেলছেন।

11 Nov 2024, 11:13 PM

গুরবাজকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

নিজের সেঞ্চুরি, জুটির শতরান হওয়ার পর আর টিকতে পারলেন না রহমানউল্লাহ গুরবাজ। মেহেদী হাসান মিরাজের শর্ট বল পুল করে ছক্কা মারার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে জাকির হাসানের ধরা পড়লেন তিনি।

৫ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১০১ রান করেন গুরবাজ। তার বিদায়ে ভাঙে ১০০ রানের চতুর্থ উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান গুলবাদিন নাইব।

11 Nov 2024, 11:11 PM

গুরবাজ-ওমারজাই জুটির একশ

ধীরে ধীরে আফগানিস্তানকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমাতউল্লাহ ওমারজাই। এরই মধ্যে চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন শতরানের জুটি, ১০৯ বলে।

৩৮.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৮৪ রান।

11 Nov 2024, 11:09 PM

গুরবাজের সেঞ্চুরি

ক্যাচ, স্টাম্পিং ও একাধিক রানআউটের হাত থেকে বেঁচে যাওয়ার পর সুযোগের পূর্ণ ব্যবহার করলেন রহমানউল্লাহ গুরবাজ। একপ্রান্ত আগলে রেখে দারুণ সেঞ্চুরি করলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও সব মিলিয়ে ৪৬ ম্যাচের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি ছুঁতে ১১৭ বল খেলেন গুরবাজ। ৫ চারের সঙ্গে তিনি মারেন ৭টি ছক্কা। 

৩৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। বাকি ৭২ বলে তাদের প্রয়োজন ৬৩ রান। 

গুরবাজ ১১৭ বলে ১০০ ও আজমাতউল্লাহ ওমারজাই ৫০ বলে ৪৩ রানে অপরাজিত।

11 Nov 2024, 11:06 PM

নাসুমের আঁটসাঁট বোলিং

প্রায় এক বছর পর ফেরার ম্যাচে দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন নাসুম আহমেদ। শেষ ম্যাচে উইকেট পাননি তিনি। তবে আঁটসাঁট বোলিংয়ে আফগানিস্তানের রানের গতিতে বাধ দিয়েছেন বাঁহাতি স্পিনার।

দশ ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি নাসুম। দুই মেইডেনসহ তার খরচ মাত্র ২৪ রান।সব মিলিয়ে তিনি ডট বল করেছেন ৩৯টি। 

৩৭ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। বাকি ১৩ ওভারে তাদের প্রয়োজন ৭৫ রান।

রহমানউল্লাহ গুরবাজ ১১৪ বলে ৯৩ ও আজমাতউল্লাহ ওমারজাই ৪৭ বলে ৩৮ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৮৬ রান।

11 Nov 2024, 10:30 PM

গুরবাজ-ওমারজাই জুটির পঞ্চাশ

একশর আগে ৩ উইকেট হারানোর পর জুটি বেধে দলকে এগিয়ে নিচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমাতউল্লাহ ওমারজাই। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি, ৫০ বলে। 

২৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। বাকি ২১ ওভারে তাদের করতে হবে ১০৯ রান।

গুরবাজ ৯১ বলে ৮০ ও ওমারজাই ২২ বলে ১৮ রানে অপরাজিত।

11 Nov 2024, 10:10 PM

মাঝপথে ৩ উইকেটে ১২৩

রান তাড়ায় ইনিংসের মাঝপথে লক্ষ্যেরও প্রায় মাঝপথেই আছে আফগানিস্তান। ২৫ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২৩ রান। বাকি ২৫ ওভারে করতে হবে আর ১২২ রান।

হাশমাতউল্লাহ শাহিদির বিদায়ের পর রানের গতি বাড়ানোয় মনোযোগ দিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমাতউল্লাহ ওমারজাই। এরই মধ্যে মাত্র ২৯ বলে যোগ করেন ৩৯ রান।

গুরবাজ ৭৫ বলে ৭২ ও ওমারজাই ১৪ বলে ১৫ রানে অপরাজিত।

11 Nov 2024, 09:58 PM

২৩ ওভারে আফগানিস্তানের একশ

অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে একাই দলকে এগিয়ে নিচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ। আড়াইশ ছুঁইছুঁই রান তাড়ায় তার সৌজন্যে ২৩তম ওভারে একশ রান পূরণ হয়েছে আফগানিস্তানের।

২৩ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। গুরবাজ ৭০ বলে ৬০ ও আজমাতউল্লাহ ওমারজাই ৮ বলে ৫ রানে অপরাজিত।

11 Nov 2024, 09:55 PM

ফের সুযোগ পেলেন গুরবাজ

মেহেদী হাসান মিরাজের বলে ক্রিজ ছেড়ে খেলার চেষ্টায় টার্নে পরাস্ত রহমানউল্লাহ গুরবাজ। বল তার ব্যাট-প্যাড এড়িয়ে চলে গেল উইকেটের পেছনে। ক্রিজে ফেরার চেষ্টায় ভারসাম্য হারিয়ে ফেললেন গুরবাজ।

স্টাম্পিংয়ের সুযোগ পেলেন জাকের আলি। কিন্তু বড় টার্ন ও কিছুটা নিচু হয়ে যাওয়া বল ধরতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক। তাই তৃতীয়বারের মতো বেঁচে যান গুরবাজ। ২৪ ও ৪৮ রানের পর এবার তিনি ছিলেন ৫৬ রানে।

২২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৯৫ রান। গুরবাজ ৬৬ বলে ৫৬ ও আজমাতউল্লাহ ওমারজাই ৫ বলে ৩ রানে অপরাজিত। 

জয়ের জন্য ২৮ ওভারে তাদের প্রয়োজন ১৫০ রান।

11 Nov 2024, 09:47 PM

সৌম্যর দারুণ ক্যাচে শাহিদির বিদায়

২১তম ওভারের প্রথম বলে মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি হাশমাতউল্লাহ শাহিদির ব্যাটের বাইরের কানায় লেগে চলে গেল স্লিপে। ডান দিকে বেশ নিচু হয়ে চমৎকার ক্যাচ নিলেন সৌম্য সরকার। 

২১ বলে ৬ রান করে ফিরলেন আফগান অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান আজমাতউল্লাহ ওমারজাই।

11 Nov 2024, 09:45 PM

জীবন পেয়ে গুরবাজের ফিফটি

প্রথম দুই ওয়ানডে অল্পেই আউট হওয়ার পর শেষটিতে দারুণ ব্যাটিংয়ে ফিফটি করলেন রহমানউল্লাহ গুরবাজ। ক্যারিয়ারের সপ্তম ফিফটি করতে তিনি খেলেন ৬০ বল, ২ চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা।

এছাড়া ৭টি সেঞ্চুরিও আছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

২৪ রানে পয়েন্ট ক্যাচ দিয়ে বেঁচে যান গুরবাজ। পরে ৪৮ রানে থাকতে তাকে রানআউট করার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। গুরবাজ ৬০ বলে ৫০ ও হাশমাতউল্লাহ শাহিদি ২০ বলে ৬ রানে অপরাজিত। 

জয়ের জন্য ৩০ ওভারে তাদের প্রয়োজন ১৬১ রান।

11 Nov 2024, 09:18 PM

রেহমাতকে ফেরালেন মুস্তাফিজ

ক্রিজে যাওয়ার পর শুরু থেকেই রানের জন্য হাঁসফাঁশ করছিলেন রেহমাত শাহ। তার বিদায় নিশ্চিত করে দিলেন মুস্তাফিজুর রহমান। শর্ট বলে পুল করতে গিয়ে ফিরতি ক্যাচ দেন আফগানিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান।

৮ রান করতে ২২ বল খেলেন রেহমাত। কোনো বাউন্ডারি মারতে পারেননি।

১৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান। নতুন ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদি। ৪৪ বলে ৩৫ রানে অপরাজিত রহমানউল্লাহ গুরবাজ।

11 Nov 2024, 09:12 PM

গুরবাজের ক্যাচ ছাড়লেন রিশাদ

১২তম ওভারে বোলিংয়ে এসেই সুযোগ তৈরি করলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ক্যাচ নিতে পারলেন না বদলি ফিল্ডার রিশাদ হোসেন।

মুস্তাফিজের বল অনসাইডে খেলার চেষ্টায় লাগে রহমানউল্লাহ গুরবাজের ব্যাটের সামনের কানায়। বল চলে যায় পয়েন্টে। সামনে ঝাঁপিয়ে বলের নাগাল পান রিশাদ। কিন্তু হাতে রাখতে পারেননি। ২৪ রানে বেঁচে যান গুরবাজ।

পরের বলেই ছক্কা মেরে বাংলাদেশের হতাশা আরও বাড়ান আফগান ওপেনার।

১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। গুরবাজ ৩৭ বলে ৩০ ও রেহমাত শাহ ১৭ বলে ৬ রানে অপরাজিত।

11 Nov 2024, 09:09 PM

দ্বাদশ ওভারে আফগানিস্তানের পঞ্চাশ

রান তাড়ায় রয়েসয়ে শুরু করেছে আফগানিস্তান। পঞ্চাশ করতে তাদের খেলতে হয়ে দ্বাদশ ওভার পর্যন্ত।

১১.৩ ওভারে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান।

 

11 Nov 2024, 09:04 PM

পাওয়ার প্লেতে ১ উইকেট

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পরও পাওয়ার প্লেতে ১ উইকেটের বেশি নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে আফগানিস্তানের সংগ্রহ ৪৫ রান। 

নতুন বলে খরুচে ছিলেন শরিফুল ইসলাম। ৩ ওভারে তিনি খরচ করে ফেলেন ২৪ রান। বাকি ৭ ওভারে নাহিদ ও নাসুম আহমেদ মিলে দেন মাত্র ১৯ রান। দুজনই একটি করে মেইডেন ওভার নেন।

বাকি ৪০ ওভারে আফগানিস্তানের প্রয়োজন আরও ২০০ রান। রহমানউল্লাহ গুরবাজ ২৯ বলে ২২ ও রেহমাত শাহ ১৩ বলে ৩ রানে অপরাজিত। 

টানা পাঁচ ওভারের স্পেলে এক মেইডেনসহ মাত্র ১৩ রান খরচায় নাহিদের শিকার ১ উইকেট।

11 Nov 2024, 08:54 PM

সেদিকউল্লাহকে বোল্ড করলেন নাহিদ

গতিময় বোলিংয়ের পসরা সাজিয়ে সাফল্য পেতে বেশি সময় লাগল না নাহিদ রানার। নিজের চতুর্থ ওভারে তিনি বোল্ড করে দিলেন সেদিকউল্লাহ আটালকে।

নাহিদের ১৪৮.৯ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ভেতরে ঢোকা ডেলিভারি যেন কিছুই বুঝতে পারেননি বাঁহাতি ওপেনার। স্টাম্পসের বেলস উড়িয়ে দেয় বল। ১৮ বলে ১৪ রান করতে পারেন সেদিকউল্লাহ।

এই ওভারের দ্বিতীয় বলটি ১৫০.৯ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে করেন নাহিদ।

৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান। নতুন ব্যাটসম্যান রেহমাত শাহ। ২৮ বলে ২১ রানে অপরাজিত রহমানউল্লাহ গুরবাজ।

11 Nov 2024, 08:46 PM

সপ্তম ওভারে স্পিন

নাহিদ রানা একপ্রান্তে গতির ঝড়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুললেও আরেক নতুন বলে কিছুটা এলোমেলো বোলিং করেন শরিফুল ইসলাম। তাই সপ্তম ওভারে তার বদলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বোলিংয়ে আনলেন মেহেদী হাসান মিরাজ।  

নিজের প্রথম ওভারে নাসুম খরচ করেন ৬ রান। তিন ওভারের প্রথম স্পেলে শরিফুলের খরচ ২৪ রান। তার বোলিংয়ে দুইটি ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ।

৭ ওভারে আফগানিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান। গুরবাজ ২৭ বলে ২১ ও সেদিকউল্লাহ আটাল ১৫ বলে ১৩ রানে অপরাজিত।

11 Nov 2024, 08:45 PM

রানার গতির প্রদর্শনী

ওয়ানডে অভিষেকে প্রথম স্পেলেই গতির পসরা মেলে ধরেছেন নাহিদ রানা। তার প্রথম তিন ওভারে গতির সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আটাল।

প্রথম ওভারে ১৪৮.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ স্পর্শ করে নাহিদের একটি ডেলিভারি। দ্বিতীয় ওভারে তার পুরো ওভার খেলেও কোনো রান নিতে পারেননি গুরবাজ। আর তৃতীয় ওভারে নিজের গতি আরও বাড়িয়ে ১৪৯.১ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে একটি বল করেন নাহিদ।

তিন ওভারে এক মেইডেনসহ নাহিদের খরচ মাত্র ৬ রান।

11 Nov 2024, 07:53 PM

মাহমুদউল্লাহ ৯৮, বাংলাদেশ ৮ উইকেটে ২৪৪

শেষ বলে সেঞ্চুরির জন্য প্রয়োজন ৩ রান। আজমাতউল্লাহ ওমারজাইয়ের ফুল লেংথ বল অন সাইডে খেললেন মাহমুদউল্লাহ। দৌড়ে শুধু ১ রান নিতে পারলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউটে কাটা পড়লেন তিনি। 

সেঞ্চুরি না হলেও মাহমুদউল্লাহর ৯৮ রানের সৌজন্যে ৪ উইকেটে ৭২ রান থেকে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ।

প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম নব্বই ছুঁয়ে সেঞ্চুরির আগে আউট হলেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।

এছাড়া দলকে আড়াইশর কাছে নিতে বড় অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নেমে ১১৯ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। 

পঞ্চম উইকেটে মিরাজ ও মাহমুদউল্লাহর জুটিতে আসে ১৮৮ বলে ১৪৫ রান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

মিরাজ ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আজমাতউল্লাহ ওমারজাই।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)

11 Nov 2024, 07:53 PM

ওমারজাইয়ের চতুর্থ শিকার নাসুম

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ক্যারিয়ারে প্রথমবার ম্যাচে ৪ উইকেট পেয়ে গেলেন আজমাতউল্লাহ ওমারজাই। নাসুম আহমেদকে বোল্ড করে নিজের চতুর্থ শিকার ধরেন তরুণ পেস অলরাউন্ডার।

৬ বলে ৫ রান করেন নাসুম। নতুন ব্যাটসম্যান শরিফুল ইসলাম।

11 Nov 2024, 07:53 PM

আফগানিস্তানের ব্যর্থ রিভিউ

ফাজালহাক ফারুকির ফুল লেংথ ডেলিভারি রিভার্স স্কুপ করতে চাইলেন মাহমুদউল্লাহ। বল আঘাত করল তার প্যাডে। তবে জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। রিভিউ নিলেন হাশমাতউল্লাহ শাহিদি।

রিপ্লেতে দেখা যায়, বলের 'ইম্প্যাক্ট' ছিল অফ স্টাম্পের বাইরে। তাই বহাল থাকে মাঠের সিদ্ধান্ত। বৃথা যায় আফগানিস্তানের রিভিউ।

৪৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৯ রান। মাহমুদউল্লাহ ৯৫ বলে ৯৬ ও নাসুম আহমেদ ৫ বলে ৫ রানে অপরাজিত।

11 Nov 2024, 07:31 PM

রিভিউ নিয়ে জাকেরকে ফেরাল আফগানিস্তান

আজমাতউল্লাহ ওমারজাইয়ের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি বড় শটের চেষ্টায় ঠিকঠাক খেলতে পারলেন না জাকের আলি। রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে বল জমা পড়তেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার।

বোলারের আত্মবিশ্বাসে রিভিউ নেন হাশমাতউল্লাহ শাহিদি। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের নিচের কানা ছুঁয়ে গেছে বল। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিদায়ঘণ্টা বাজে ১ রান করা জাকেরের।

৪৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৪ রান। নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ। মাহমুদউল্লাহ ৯০ বলে ৮৭ রানে অপরাজিত।

11 Nov 2024, 07:25 PM

রিভিউ নিয়ে বাঁচলেন মাহমুদউল্লাহ

৪৭তম ওভারের প্রথম বলে রাশিদ খানের গুগলি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত, বেঁচে যান ৮২ রানে থাকা মাহমুদউল্লাহ।

11 Nov 2024, 07:24 PM

মিরাজের বিদায়ে ভাঙল জুটি

৪৬তম ওভারে আজমাতউল্লাহ ওমারজাইয়ের প্রথম দুই বলে অভিনব দুটি শটে বাউন্ডারি মারেন মেহেদী হাসান মিরাজ। ওভারের শেষ বলে আবারও চেষ্টা করেন বড় শটের। কিন্তু টাইমিং হয়নি ঠিকঠাক। মিড অফে ধরা পড়ে গেলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

৪ চারে ৬৬ রান করতে ১১৯ বল খেলেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ১৮৮ বলে ১৪৫ রানের জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৮৪ বলে ৮২ রানে অপরাজিত মাহমুদউল্লাহ।

৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৭ রান।

11 Nov 2024, 07:18 PM

৪৫ ওভারে বাংলাদেশের দুইশ

ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। দুজনের পঞ্চাশছোঁয়া ইনিংসে ৪৫তম ওভারে দুইশ রান পূর্ণ করেছে বাংলাদেশ।

৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০৫ রান। মিরাজ ১১৫ বলে ৫৭ ও মাহমুদউল্লাহ ৮২ বলে ৭৯ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১৮২ বলে ১৩৩ রান।

11 Nov 2024, 07:15 PM

১৯ বছরের মধ্যে মন্থরতম মিরাজ

১০৬ বলে ফিফটি করে জাভেদ ওমরের ১৯ বছর আগের ইনিংস মনে করিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালে ১১৩ বলে ফিফটি করেছিলেন সাবেক ওপেনার। 

এরপর গত ১৯ বছরের মধ্যে মিরাজের ১০৬ বলের ফিফটিই বাংলাদেশের মন্থরতম। 

এছাড়া বল বাই বল তথ্য থাকা ম্যাচগুলোর মধ্যে মিরাজের চেয়ে বেশি বল খেলে ফিফটি আছে মেহরাব হোসেন (১১২ বল), মোহাম্মদ আশরাফুল (১০৮ বল) ও জাভেদ ওমরের (১০৮ বল)। 

সবশেষ ২০১০ সালে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ফিফটি করতে লেগেছিল একশর বেশি বল। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৫ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন জুনায়েদ সিদ্দিকি।

11 Nov 2024, 06:58 PM

মাহমুদউল্লাহ-মিরাজ জুটির একশ

মোহাম্মাদ নাবির শর্ট বল পেছনের পায়ে ভর করে পুল করে দিলেন মাহমুদউল্লাহ। বল চলে গেল সীমানার ওপারে। একইসঙ্গে পূর্ণ হলো মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার পঞ্চম উইকেট জুটির শতরান, ১৫৮ বলে। 

৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৫ রান। মিরাজ ১০৬ বলে ৫০ ও মাহমুদউল্লাহ ৬৭ বলে ৫৮ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১০৩ রান।

11 Nov 2024, 06:55 PM

১০৬ বলে মিরাজের ফিফটি

ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচে পঞ্চাশের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। চতুর্থ ফিফটি করতে তিনি খেললেন ১০৬ বল, বাউন্ডারি ২টি। 

পাওয়ার প্লেতে দুই ওপেনারের বিদায়ের পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন মিরাজ। কিছুক্ষণ পর ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকির হাসান। তাওহিদ হৃদয়ও টিকতে পারেননি। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক।

৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৫ রান। মিরাজ ১০৬ বলে ৫০ ও মাহমুদউল্লাহ ৬৭ বলে ৫৮ রানে অপরাজিত।

11 Nov 2024, 06:52 PM

চমৎকার ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর ফিফটি

চাপের মুখে ক্রিজে গিয়ে দারুণ ব্যাটিংয়ে ফিফটি করলেন মাহমুদউল্লাহ। ৪ চার ও ১ ছক্কায় পঞ্চাশ ছুঁতে ৬৩ বল তিনি। অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্যারিয়ারের ২৯তম ফিফটি এটি।

প্রথম দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৫ রান করায় দলের পাশাপাশি নিজেও কিছুটা চাপে ছিলেন মাহমুদউল্লাহ। তবে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটিতে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করে এগিয়ে চলেছেন তিনি। 

৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান। মাহমুদউল্লাহ ৬৪ বলে ৫১ ও মিরাজ ১০৩ বলে ৪৯ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ১৫২ বলে ৯৪ রান।

11 Nov 2024, 06:35 PM

মিরাজ-মাহমুদউল্লাহ জুটির রেকর্ড

দারুণ শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে বিপদমুক্ত করে জুটির রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জুটি এখন তাদের।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। মিরাজ ও মাহমুদউল্লাহ জুটির সংগ্রহ এখন পর্যন্ত ৭৯ রান।

১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট পড়ার পর ৭২ রানের জুটি গড়েছিলেন আমিনুল ইসলাম ও আকরাম খান। 

মাহমুদউল্লাহ ৪৮ বলে ৪২ ও মিরাহ ৮৯ বলে ৪৩ রানে অপরাজিত।

11 Nov 2024, 06:05 PM

মিরাজ-মাহমুদউল্লাহ জুটির পঞ্চাশ

কয়েক ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। এরই মধ্যে দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি, ৭৮ বলে।

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। মিরাজ ৬৩ বলে ৩৫ ও মাহমুদউল্লাহ ৩২ বলে ২৪ রানে অপরাজিত।

11 Nov 2024, 05:54 PM

২৪তম ওভারে বাংলাদেশের একশ

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরুর পর কমে গেছে বাংলাদেশের রানের গতি। নবম ওভারে পঞ্চাশ করার পর একশতে যেতে তাদের খেলতে হয়েছে আরও ১৫ ওভার। 

২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। মাহমুদউল্লাহ ২০ বলে ১৫ ও মেহেদী হাসান মিরাজ ৫১ বলে ২৫ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৩৩ রান।

11 Nov 2024, 05:17 PM

টিকলেন না হৃদয়

১৫তম ওভারে আক্রমণে এসেই সাফল্য পেলেন রাশিদ খান। স্লিপে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন তাওহিদ হৃদয়। ১৪ বলে ৭ রান করেন তিনি। 

সিরিজের তিন ম্যাচ মিলিয়ে হৃদয়ের সংগ্রহ মাত্র ২৯ রান। 

১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭৩ রান। মেহেদী হাসান মিরাজ ১৬ বলে ৭ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

11 Nov 2024, 04:58 PM

রান আউটে কাটা জাকির

দীর্ঘ দিন পর ফেরার ম্যাচে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়লেন জাকির হাসান। পরপর তিন ওভারে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে গেল বাংলাদেশ।

১১তম ওভারে আজমাতউল্লাহ ওমারজাইয়ের বল অফ সাইডে খেলে শুরুতে রানের জন্য ছোটেন মেহেদী হাসান মিরাজ। তবে একটু বেরিয়েই তিনি ফিরিয়ে নেন রানের ডাক। ততক্ষণে প্রায় মাঝ ক্রিজে জাকির। 

পয়েন্ট থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প এলোমেলো করে জাকিরের বিদায়ঘণ্টা বাজান নানগেয়ালিয়া খারোটে। ৭ বলে ৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।  

ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। 

১০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান।

11 Nov 2024, 04:54 PM

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৮

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করেছিল বাংলাদেশ। কিন্তু পাওয়ার প্লের শেষ দুই ওভারে দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়ে গেছে তারা।

প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। দুইবার জীবন পেয়েও ১৯ রানের বেশি করতে পারেননি তানজিদ হাসান। দারুণ শুরু করে ২৩ বলে ২৪ রানে ফিরে যান সৌম্য সরকার।

প্রায় ১৪ মাস পর ফেরা জাকির হাসান ৭ বলে ৪ ও একশতম ওয়ানডে খেলতে নামা মেহেদী হসান মিরাজ ১ বলে ১ রানে অপরাজিত।

11 Nov 2024, 04:50 PM

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তানজিদ

দুইবার জীবন পেয়েও বড় কিছু করতে পারলেন না তানজিদ হাসান। দশম ওভারে মোহাম্মাদ নাবি বোলিংয়ে আসতেই প্রথম বলে কভার পয়েন্টে ক্যাচ দিলেন বাঁহাতি ওপেনার।

৩ চারে ১৯ রান করতে ২৯ বল খেলেন তানজিদ। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান জাকির হাসান ও মেহেদী হাসান মিরাজ।

11 Nov 2024, 04:47 PM

সৌম্যকে ফেরালেন ওমারজাই

উদ্বোধনী জুটির পঞ্চাশ হওয়ার পর আর টিকতে পারলেন না সৌম্য সরকার। আজমাতউল্লাহ ওমারজাইয়ের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্টাম্পে টেনে বোল্ড হলেন অভিজ্ঞ ওপেনার।

৩ চারে ২৩ বলে ২৪ রান করে ফেরেন সৌম্য। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকির হাসান। 

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান।

 

 

11 Nov 2024, 04:45 PM

নবম ওভারে বাংলাদেশের পঞ্চাশ

নবম ওভারের প্রথম বলে আজমাতউল্লাহ ওমারজাইয়ের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দারুণ ড্রাইভে বাউন্ডারি মারলেন সৌম্য সরকার। একইসঙ্গে পঞ্চাশ পূর্ণ হয়ে গেল বাংলাদেশের। 

৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান। সৌম্য ২২ বলে ২৪ ও তানজিদ হাসান ২৮ বলে ১৯ রানে খেলছেন।

11 Nov 2024, 04:28 PM

ফের বেঁচে গেলেন তানজিদ

ভাগ্যের ভেলায় চেপে এগিয়ে চলেছেন তানজিদ হাসান। পরপর দুই ওভারে জীবন পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। 

চতুর্থ ওভারে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের বল সুইপ করতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন তানজিদ। মিড উইকেট থেকে পেছন দিকে দৌড়ে বলের নিচে যান হাশমাতউল্লাহ শাহিদি। কিন্তু ক্যাচ নিতে পারেননি আফগান অধিনায়ক। ৭ রানে বেঁচে যান তানজিদ।

৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯ রান।

 

11 Nov 2024, 04:17 PM

শুরুতেই জীবন পেলেন তানজিদ

রানের খাতা খোলার আগেই বেঁচে গেলেন তানজিদ হাসান। তৃতীয় ওভারে ফাজালহাক ফারুকির অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে তার ব্যাটের নিচের কানায় লাগে। কিন্তু প্রথম স্লিপে নিচু ক্যাচ নিতে পারেননি গুলবাদিন নাইব। 

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১২ রান তানজিদ ৯ বলে ১ ও সৌম্য সরকার ৯ বলে ৮ রানে অপরাজিত।

11 Nov 2024, 04:14 PM

শেষ ম্যাচেও পেস-স্পিনে শুরু

প্রথম দুই ওয়ানডের মতো শেষটিতেও একই পরিকল্পনায় বোলিং শুরু করল আফগানিস্তান। ফাজালহাক ফারুকির সঙ্গে আরেক নতুন বল নিয়েছেন রহস্য স্পিনার আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার।

ফারুকির প্রথম ওভারে ব্যাট থেকে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান। ওয়াইড বলে দুইসহ মোট ৩ রান আসে ওভারে। গাজানফারের প্রথম চার বলেই দুই রান করে নেন সৌম্য সরকার। শেষ দুই বলে হয়নি কোনো রান।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১ রান।

11 Nov 2024, 04:05 PM

দ্বিতীয়বার আফগানিস্তানের একই একাদশ

তিন ম্যাচের সিরিজে মাত্র দ্বিতীয়বার একই একাদশ নিয়ে সব ম্যাচ খেলছে আফগানিস্তান। ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিন্ন ১১ জন নিয়ে পুরো সিরিজ খেলেছিল তারা। সেবার ৩-০তে সিরিজ জিতেছিল তারা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একই একাদশ খেলানোর চতুর্থ ঘটনা এটি। এর আগে ২০০১ সালে জিম্বাবুয়ে, ২০০৮ সালে আয়ারল্যান্ড ও ২০১৩ সালে শ্রীলঙ্কা পুরো সিরিজে শুধু ১১ জন ক্রিকেটারই ব্যবহার করেছিল।

11 Nov 2024, 03:48 PM

একশ ওয়ানডের ঠিকানায় মিরাজ

বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে একশ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেহেদী হাসান মিরাজ। মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথমবার জাতীয় দলের অধিনায়কত্ব করছেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের ১৭তম ও সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ২৩তম অধিনায়ক মিরাজ।

কুচকির চোটে নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টেও অধিনায়কত্ব করবেন মিরাজ। প্রথম ম্যাচটি হবে মিরাজের ৫০তম টেস্ট। সব ঠিক থাকলে সেই ম্যাচেই প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

11 Nov 2024, 03:43 PM

আফগানিস্তানের অপরিবর্তিত একাদশ

সিরিজের সবকটি ম্যাচ একই একাদশ নিয়ে খেলতে নামছে আফগানিস্তান। তিন ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা। আরও একবার পাঁচ অলরাউন্ডারসহ সাত বোলার নিয়ে নামছে হাশমাতউল্লাহ শাহিদির দল।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে, ফাজালহাক ফারুকি।

11 Nov 2024, 03:43 PM

নাহিদের অভিষেক, ফিরলেন জাকির

কুচকির চোটে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্তসহ নিজেদের একাদশে দুটি পরিবর্তন করেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে।

ফলে প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা। এই সংস্করণে বাংলাদেশের ১৫০তম ক্রিকেটার ২২ বছর বয়সী গতিময় পেসার। 

এছাড়া প্রায় ১৪ মাস পর ওয়ানডে একাদশে ফিরেছেন জাকির হাসান। গত বছরের সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর আর ওয়ানডে খেলা হয়নি তার।

প্রথম দুই ম্যাচের মতো এবারও তিন পেসারের সঙ্গে দুই স্পিনারে সাজানো হয়েছে একাদশ। দলের প্রয়োজনে বোলিংয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

11 Nov 2024, 03:37 PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশ দলের হয়ে টস করতে নেমে কয়েনভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

প্রথম দুই ম্যাচের ধারা অব্যাহত রেখে আগে ব্যাট করে ভালো লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার পরিকল্পনার কথা বলেছেন মিরাজ।

আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, এই মাঠে রান তাড়া কিছুটা কঠিন হলেও চেষ্টা করবেন তারা।

11 Nov 2024, 03:20 PM

৯ বছর পুরোনো সুখস্মৃতি ফেরাতে পারবে বাংলাদেশ?

প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পাওয়ায় কার্যত ফাইনালে রূপ নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের শেষ ওয়ানডে। তিন ম্যাচের সিরিজে ২০১৫ সালে সবশেষ এমন সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছে বাংলাদেশ।

নিজেদের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৬৭টি তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৯টির ফল নিষ্পত্তি হয়েছে শেষ ম্যাচে গিয়ে।

২০০৯ সালে জিম্বাবুয়ে ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুধু সিরিজ নির্ধারণী ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। হেরেছে বাকি ৭টি সিরিজ নির্ধারণী ম্যাচ। সবশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ শেষে সমতায় থাকার পর সিরিজ হেরেছে তারা। 

এবার আফগানিস্তানের বিপক্ষে ৯ বছর আগে প্রোটিয়াদের হারানোর স্মৃতি ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের।

11 Nov 2024, 03:13 PM

সিরিজ নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৬৮ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়ে এবার শেষ ম্যাচে ট্রফি নিজেদের করে নেওয়ার আশায় নামবে তারা। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। 

প্রথম দুই ম্যাচেই টস জিতে ব্যাটিং নেওয়া দল বেশ সহজে পেয়েছে জয়ের দেখা। দিনের আলো থাকা অবস্থায় ব্যাটিং যতটা সহজ, সন্ধ্যার পর ততটাই বোলিংবান্ধব হয়ে উঠছে শারজাহর উইকেট। 

শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টসের সিদ্ধান্ত। অঘোষিত এই ফাইনালে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাবে না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় পাওয়া কুচকির চোটে ছিটকে গেছেন তিনি।

তাই প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।