১৮ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

রেকর্ড গড়া জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫

 

ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৫ ওভারে ৩২৫/৬

 

13 Dec 2024, 03:32 AM

উইন্ডিজের রেকর্ড গড়া জয়

তিন ম‍্যাচের মধ‍্যে দ্বিতীয়বার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। অভিষেকে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছাড়ল সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে গুডাকেশ মোটির সঙ্গে জাঙ্গুর ৯১ রানের বিস্ফোরক জুটিতে ২৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

৮৩ বলে চার ছক্কা ও ছয় চারে ১০৪ রানে অপরাজিত থাকেন জাঙ্গু। তিনটি করে ছক্কা ও চারে মোটি ৩১ বলে খেলেন ৪৪ রানের কার্যকর ইনিংস।

নিজেদের ইতিহাসে এ নিয়ে কেবল চতুর্থবার তিনশ ছাড়ানো রান তাড়া করে জিতেছে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। ওয়ার্নার পার্কে তিনশ ছাড়ানো রান তাড়া করেছে প্রথমবার।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৫ রানের লক্ষ‍্য তাড়া করে জয় ছিল আগের রেকর্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫ (তানজিদ ০, সৌম‍্য ৭৩, লিটন ০, মিরাজ ৭৭, আফিফ ১৫, মাহমুদউল্লাহ ৮৪*, জাকের ৬২*; জোসেফ ১০-১-৪৩-২, ব্লেডস ৬-০-৭৩-০, শেফার্ড ১০-১-৬৫-০, চেইস ৮-১-৩৮-০, মোটি ১০-০-৬৪-১, রাদারফোর্ড ৬-১-৩৭-১)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৫ ওভারে ৩২৫/৬ (কিং ১৫, আথানেজ ৭, কার্টি ৯৫, হোপ ৩, রাদারফোর্ড ৩০, জাঙ্গু ১০৪*, চেইস ১২, মোটি ৪৪*; হাসান ৮-০-৫২-১, নাসুম ৭-০-৫৬-১, মিরাজ ১০-০-৬৭-০, তাসকিন ৯-০-৪৯-১, রিশাদ ৯-০-৬৯-২, আফিফ ২-০-১৯-০, সৌম‍্য ১-০-৬-০)

13 Dec 2024, 03:21 AM

অভিষেকে জাঙ্গুর সেঞ্চুরি

৪৬ বছর পর একজন সঙ্গে পেলেন ক‍্যারিবিয়ান ব‍্যাটিং গ্রেট ডেসমন্ড হেইন্স। অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি ছিল তার একারই। এবার সেই পাতায় বসলেন আমির জাঙ্গু।

শূন‍্য রানে ফিরতে পারতেন তিনি, রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি জাকের আলি। পঞ্চাশ ছোঁয়ার পর পারভেজ হোসেনের হাতে জীবন পান জাঙ্গু।

আফিফ হোসেনকে ছক্কায় ওড়িয়ে ৭৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। সেই শটে ওয়েস্ট ইন্ডিজের রানও যায় তিনশর সীমানায়।

১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন হেইন্স। ভাগ‍্যকে পাশে পাওয়া জাঙ্গু করলেন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৩০৯।

13 Dec 2024, 03:13 AM

৩৫ বলে জুটির পঞ্চাশ

ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করেছেন গুডাকেশ মোটি। সাবলীল ব‍্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন আমির জাঙ্গু। হাসান মাহমুদের ওভারে দুই ব‍্যাটসম‍্যানই মেরেছেন একট করে ছক্কা। তাতে জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ, ৩৫ বলে।

৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ২৮৬। ২২ বলে মোটির রান ২৩। ৭৪ বলে জাঙ্গু খেলছেন ৮৭ রানে।

13 Dec 2024, 02:46 AM

রিশাদের দুর্দান্ত ক্যাচে চেইসের বিদায়

রিশাদ হোসেনের ডেলিভারি তেমন ভালো ছিল না। তবে অসাধারণ ক্যাচ নিয়ে যেন সেটি পুষিয়ে দিলেন লেগ স্পিনার। 

অফ স্টাম্পের বাইরের লো ফুল টস ডেলিভারি অফ সাইডে খেলার চেষ্টায় রোস্টন চেইসের ব্যাটের ভেতরের অংশে লেগে বল চলে যায় সামনে। ফলো থ্রুতে ডান দিকে লাফিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন রিশাদ।

১ চারে ১৭ বলে ১২ রান করে ফেরেন চেইস। রোমারিও শেফার্ডের আগে ক্রিজে এলেন বাঁহাতি গুডাকেশ মোটি। ৬১ বলে ৬৬ রানে অপরাজিত আমির জাঙ্গু। 

৩৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৪০ রান। শেষ ১২ ওভারে তাদের প্রয়োজন ৮২ রান।

13 Dec 2024, 02:42 AM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

রোস্টন চেইসের বিরুদ্ধে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হল বাংলাদেশ। তাসকিন আহমেদের শর্ট বল ব‍্যাট ছোঁয়াতে পারেননি এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৩৪। ৬১ বলে আমির জাঙ্গুর রান ৬৬। ১৬ বলে চেইস ব‍্যাট করছেন ১২ রানে।
 

13 Dec 2024, 02:33 AM

সৌম্যর দারুণ ক্যাচে ভাঙল জুটি

পানি বিরতির পর প্রথম বলেই সুযোগ তৈরি করলেন রিশাদ হোসেন। কিন্তু মিড অফ ও লং অফের মাঝামাঝি জায়গায় আমির জাঙ্গুর ক্যাচ ছেড়ে দিলেন বদলি ফিল্ডার পারভেজ হোসেন। ৬১ রানে বেঁচে গেলেন জাঙ্গু।

তবে পরের বলেই সৌম্য সরকারের দারুণ ক্যাচে ভাঙে ১৩২ রানের পঞ্চম উইকেট জুটি। অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলার চেষ্টায় পয়েন্টের দিকে ভাসিয়ে দেন কেসি কার্টি। সামনে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন সৌম্য।

সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান আগে বিদায়ঘণ্টা বাজে কার্টির। ৮৮ বলের ইনিংসে ১০ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। 

৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। নতুন ব্যাটসম্যান রোস্টন চেইস। ৫৭ বলে ৬৩ রানে অপরাজিত জাঙ্গু।

13 Dec 2024, 02:16 AM

অভিষেকে জাঙ্গুর ফিফটি

প্রথম রান করার পথে একটা সুযোগ দিয়েছিলেন আমির জাঙ্গু। সুযোগ নিতে পারেননি জাকের আলি। তার থ্রো স্টাম্পে লাগলেই ফিরে যেতেন ক‍্যারিবিয়ান ব‍্যাটসম‍্যান।

‘বেঁচে’ যাওয়ার পর বাংলাদেশকে বেশ ভোগাচ্ছেন জাঙ্গু। অভিষেকে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি ৪৫ বলে।

৩১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২০৪। ৪৬ বলে জাঙ্গুর রান ৫১। ৫৩ বলে ৯২ রানে খেলছেন কেসি কার্টি।

13 Dec 2024, 02:09 AM

কার্টি-জাঙ্গুর জুটিতে একশ

পাল্টা আক্রমণে দ্রুত রান তুলছেন কেসি কার্টি। সাবধানী শুরুর পর রানের গতি বাড়িয়েছেন আমির জাঙ্গু। তাদের জুটি একশ স্পর্শ করেছে ৮৯ বলে।

নতুন বোলার আফিফ হোসেনের ওভারের শেষ বলে জাঙ্গুর ছক্কায় জুটির রান যায় তিন অঙ্কে।

২৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৯০। ৭৫ বলে কার্টির রান ৮৪। ৪২ বলে জাঙ্গু খেলছেন ৪৬ রানে।

13 Dec 2024, 01:58 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন কার্টি

এলবিডব্লিউর জোরাল আবদনে আম্পায়ার সাড় না দেওয়ার পর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন কেসি কার্টি।  

নাসুম আহমেদের বলে প‍্যাডেল সুইপ করার চেষ্টায় ব‍্যাটে বলে করতে পারেননি কার্টি। বাঁহাতি স্পিনারের ডেলিভারি ছুঁয়ে যেত লেগ স্টাম্প। তাই বেঁচে যান ব‍্যাটসম‍্যান, তবে টিকে যায় বাংলাদেশের রিভিউ।

২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৬৫।

13 Dec 2024, 01:52 AM

বাংলাদেশ যেখানে, মাঝপথে উইন্ডিজও সেখানে

২৫ ওভারে ১৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশও ২৫ ওভারে ১৫০ রানই করেছিল।

বাংলাদেশ অবশ‍্য এই রান করেছিল ৩ উইকেট হারিয়ে, স্বাগতিকরা করেছে ৪ উইকেটে।

২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৫০। ৬৪ বলে ৬৯ রানে ব‍্যাট করছেন কেসি কার্টি। ২৯ বলে আমির জাঙ্গু খেলছেন ২১ রানে।

13 Dec 2024, 01:41 AM

কার্টি-জাঙ্গুর জুটিতে পঞ্চাশ

পাল্টা আক্রমণে দ্রুত রান তুলছেন কেসি কার্টি। অভিষিক্ত আমির জাঙ্গুর সঙ্গে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৫২ বলে।

হাসান মাহমুদের বলে কার্টির বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

২৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৩৮। ৫৯ বলে ৬৫ রানে খেলছেন কার্টি। ২২ বলে জাঙ্গুর রান ১৩।

13 Dec 2024, 01:35 AM

৪৮ বলে কার্টির পঞ্চাশ

বেরিয়ে এসে মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়ালেন কেসি কার্টি। পরের বলে সুইপ করে মারলেন চার। পৌঁছে গেলেন পঞ্চাশে, ৪৮ বলে।

দ্রুত ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে টানছেন কার্টি। একশর বেশি স্ট্রাইক রেটে ব‍্যাট করছেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

২১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১২২।

13 Dec 2024, 01:21 AM

১৮ ওভারে একশ

লেগ স্পিনার রিশাদ হোসেনকে পরপর দুই বলে দুটি চার মারলেন কেসি কার্টি। অষ্টাদশ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান গেল তিন অঙ্কে।

১৮ ওভারে স্বাগতিকদের রান ৪ উইকেটে ১০৩। ৪১ বলে ৩৯ রানে খেলছেন কার্টি। অভিষক্তি আমির জাঙ্গুর রান ১০ বলে ৪।

13 Dec 2024, 01:12 AM

রাদারফোর্ডকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন

ছন্দে থাকা শেরফেইন রাদারফোর্ডকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেল চতুর্থ উইকেট।

হার্ড লেংথ ডেলিভারিতে পুল করেছিলেন রাদারফোর্ড। বাতাসে দিকে শট খেললেও যতটা চেয়েছিলেন ততটা দূরে পাঠাতে পারেননি। সীমানার বেশ ভেতরে ক‍্যাচ নেন তানজিদ হাসান। ভাঙে ৫৭ বল স্থায়ী ৫৫ রানের জুটি।

নিজের প্রথম রান নেওয়ার চেষ্টায় রান আউট হতে বসেছিলেন নতুন ব‍্যাটসম‍্যান আমির জাঙ্গু। জাকের আলির থ্রো স্টাম্পে না লাগায় অভিষেকে শূন‍্য রানে ফেরার হাত থেকে বেঁচে যান তিনি।

১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৮৮।

13 Dec 2024, 01:08 AM

সুযোগ হাতছাড়া করলেন আফিফ

১৪তম ওভারে আক্রমণে এসেই উইকেটের সম্ভাবনা তৈরি করলেন রিশাদ হোসেন। কিন্তু ক্যাচ নিতে পারলেন না আফিফ হোসেন। ২২ রানে বেঁচে গেলেন কেসি কার্টি।

রিশাদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি চমৎকার টাইমিংয়ে কাভার ড্রাইভ করেন কার্টি। তবে কাভারে ভালো উচ্চতায় ক্যাচের সুযোগ পান আফিফ। কিন্তু লাফ দিতে কিছুটা দেরি করে ফেলায় বল হাতে জমাতে পারেননি তিনি। উল্টো বাউন্ডারি পেয়ে যান কার্টি।

১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। কার্টি ২৮ বলে ২৬ ও শেরফেইন রাদারফোর্ড ৩২ বলে ৩০ রানে অপরাজিত।

13 Dec 2024, 01:07 AM

কার্টি-রাদারফোর্ডের জুটিতে পঞ্চাশ

দ্রুত ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে টানছেন কেসি কার্টি ও শেরফেইন রাদারফোর্ড। ৪৮ বলে তাদের জুটি ছুঁয়েছে পঞ্চাশ।

১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৮১। ৩০ বলে ২৯ রানে খেলছেন রাদারফোর্ড। ২৪ বলে কার্টির রান ২২।

প্রায় প্রতি ওভারে বাউন্ডারি পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে এক-দুই নিয়ে রানের চাকা সচল রেখেছেন দুই ব‍্যাটসম‍্যান।

13 Dec 2024, 12:51 AM

পাওয়ার প্লেতে ৩ উইকেট

বিপজ্জনক ব্র‍্যান্ডন কিং দ্বিতীয় ওভারে রান আউট হয়ে যাওয়ার পর দ্রুত ফিরেছেন আলিক আথানেজ ও শেই হোপ। তবে দ্রুত রান তুলছেন শেরফেইন রাদারফোর্ড ও কেসি কার্টি।

১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৬৬। দুই ব‍্যাটসম‍্যাই খেলছেন ১৮ রানে, দুই জনই খেলেছেন ১৮ বল।

জয়ের জন‍্য ৪০ ওভারে আর ২৫৬ রান চাই স্বাগতিকদের।

মাঝে বৃষ্টিতে ২৫ মিনিট খেলা বন্ধ ছিল। তাতে ওভার কমেনি।

13 Dec 2024, 12:22 AM

হঠাৎ বৃষ্টিতে খেলা বন্ধ

আকাশে খুব বেশি মেঘ নেই। তবে এর মধ‍্যেই হুট করে নামল বৃষ্টি। তাতে বন্ধ হয়ে গেল ম‍্যাচ।

মাঠে রোদ আছে বেশ। তাতে মনে হচ্ছে, খেলা শুরু লম্বা সময় অপেক্ষা করতে হবে না।

৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৪৯।

13 Dec 2024, 12:08 AM

হোপকে ফেরালেন হাসান

স্কোরবোর্ডে বড় পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

পঞ্চম ওভারে হাসান মাহমুদের ব্যাক অব লেংথ ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দিলেন শেই হোপ। নিরাপদে ক্যাচ নিয়ে ক্যারিবিয়ান অধিনায়কের বিদায় নিশ্চিত করলেন সৌম্য সরকার।

৬ বলে ৩ রান করেন হোপ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেরফেইন রাদারফোর্ড। ৪ বলে ২ রানে অপরাজিত কেসি কার্টি।

৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান।

13 Dec 2024, 12:00 AM

আথানেজকে ফেরালেন নাসুম

চার ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিংয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না আলিক আথানেজ।

নাসুম আহমেদের ফুল লেংথ ডেলিভারি সুইপ করার চেষ্টায় বোল্ড হন ৮ বলে ৭ রান করা আথানেজ।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শেই হোপ। ৪ বলে ২ রানে অপরাজিত কেসি কার্টি।  

৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজে সংগ্রহ ২ উইকেটে ২৯ রান।

12 Dec 2024, 11:56 PM

রান আউটে কাটা কিং

দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের প্রথম বলে এক ছক্কা ও দুই চারে ১৪ রান নিয়ে নেন ব্র্যান্ডন কিং। কিন্তু শেষ বলে দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে নিজের উইকেট হারালেন স্বাগতিক ওপেনার।

নাসুমের জোরের ওপর করা ডেলিভারি অন সাইডে ঠেলেই রানের জন্য ছোটেন কিং। প্রথমে সাড়া দিলেও পরক্ষণে তাকে ফিরিয়ে দেন অন্য প্রান্তে থাকা আলিক আথানেজ। কিং নিজের ক্রিজে ফেরার আগেই মেহেদী হাসান মিরাজের থ্রো ধরে স্টাম্প এলোমেলো করে দেন লিটন কুমার দাস।

১০ বলে ১৫ রান করে ফেরেন কিং। তিন নম্বরে নামলেন কেসি কার্টি।

২ ওভারে ওয়েস্ট ইন্ডিজে সংগ্রহ ১ উইকেটে ১৯ রান।

12 Dec 2024, 11:30 PM

৩২২ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ

তৃতীয় ওভারে ৩ বলে দুই উইকেট হারানোর পর বাংলাদেশকে পথ দেখালেন সৌম‍্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ২৫ ওভারে ২ উইকেটে ১৫০ রানের দৃঢ় ভিত পেল বাংলাদেশ। ৭০ ছাড়িয়ে দুই থিতু ব‍্যাটসম‍্যানের বিদায়ের পর আফিফ হোসেন তাদের অনুসরণ করলে ফের চাপে পড়ে গেল বাংলাদেশ। ১০ ওভারের মন্থর ব‍্যাটিংয়ে রানের চাকাও থমকে গেল।

শুরুতে সাবধানী ব‍্যাটিংয়ে একটু সময় নিলেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। পরে খেলতে শুরু করলেন নিজেদের শট। তাদের শেষ ১০ ওভারে এলো একশর বেশি রান। সিরিজে প্রথমবার তিনশ ছাড়াল সফরকারীদের সংগ্রহ।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ‍্য ব‍্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে যা তাদের সর্বোচ্চ।

৬৩ বলে চার ছক্কা ও সাত চারে ৮৪ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে এটি তার টানা চতুর্থ পঞ্চাশ। ওয়ার্নার পার্কের সর্বোচ্চ রান সংগ্রাহকের এই মাঠে সব মিলিয়ে পঞ্চম পঞ্চাশ।

প্রথম ছক্কায় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার তালিকায় তামিম ইকবালকে ছাড়িয়ে যান মাহমুদউল্লাহ। পরে ব‍্যবধান বাড়ান আরও।

দুই ছক্কা ও পাঁচ চারে ৬২ রানে অপরাজিত থাকেন জাকের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫ (তানজিদ ০, সৌম‍্য ৭৩, লিটন ০, মিরাজ ৭৭, আফিফ ১৫, মাহমুদউল্লাহ ৮৪*, জাকের ৬২*; জোসেফ ১০-১-৪৩-২, ব্লেডস ৬-০-৭৩-০, শেফার্ড ১০-১-৬৫-০, চেইস ৮-১-৩৮-০, মোটি ১০-০-৬৪-১, রাদারফোর্ড ৬-১-৩৭-১)

12 Dec 2024, 11:20 PM

ঝড় তুলে দেড়শ, জুটির রেকর্ড

৫৯ বলে এসেছিল পঞ্চাশ। জুটির রান একশ ছুঁয়েছিল ৯৭ বলে। দেড়শ হলো কেবল ১১৫ বলে। অর্থাৎ তৃতীয় পঞ্চাশের জন‍্য মাহমুদউল্লাহ ও জাকেরের লাগল কেবল ১৮ বল!

তাণ্ডব চালালেন মূলত মাহমুদউল্লাহ। দারুণ সঙ্গ দিলেন জাকের। শেষ ১০ ওভারে ১০৪ রান তুলল বাংলাদেশ। এর ৬১ রানই এলো শেষ ৫ ওভারে।

১১৭ বলে দুই ব‍্যাটসম‍্যান ১৫০ রানের জুটি। ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে ৮৭ রানে ৫ উইকেট পড়ার পর ১২৮ রান যোগ করেছিলেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ।

৫০ ওভারে বাংলাদেশ ৫ ওভারে করল ৩২১ রান।

12 Dec 2024, 11:14 PM

ক্যারিবিয়ানে বাংলাদেশের সর্বোচ্চ

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ ও জাকের আলির ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের দেখা পেল বাংলাদেশ।

২০১৮ সালে ৬ উইকেটে ৩০১ রান করেছিল তারা। এত দিন সেটিই ছিল ক্যারিবিয়ানে বাংলাদেশের একমাত্র তিনশ ছোঁয়া ইনিংস। সেটি টপকে এবার ৫ উইকেটে ৩২১ রান করল তারা।

12 Dec 2024, 11:11 PM

জাকের পঞ্চাশ, বাংলাদেশের তিনশ

মাহমুদউল্লাহর পর পঞ্চাশের দেখা পেলেন জাকের আলি। রোমারিও শেফার্ডকে চার মেরে ৫৩ বলে ফিফটিতে পৌঁছালেন তিনি।

পরের বল জাকের ওড়ালেন ছক্কায়। স্ট্রাইক পেয়ে ওভারের শেষ বলে চার মারলেন মাহমুদউল্লাহ। পরের ওভারে অভিজ্ঞ ব‍্যাটসম‍্যানের ছক্কায় দলের রান স্পর্শ তিনশর সীমানা।

৪৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩১১। শেষ ৩ ওভারে এসেছে ৪৯ রান।

12 Dec 2024, 11:04 PM

ওয়ার্নার পার্কে মাহমুদউল্লাহর আরেকটি পঞ্চাশ, জুটির একশ

শেরফেইন রাদারফোর্ডের স্লোয়ার বাউন্সারে উদ্ভাবনী শটে বাউন্ডারি পেলেন মাহমুদউল্লাহ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে পৌঁছালেন নিজের পঞ্চম পঞ্চাশে, ৪৮ বলে।

পরের বল ছক্কায় ওড়ালেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা চার ইনিংসে করলেন ফিফটি। তামিম ইকবাল করেছেন দুইবার। সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত একবার করে।

মাহমুদউল্লাহর চারে জাকের আলির সঙ্গে তার জুটির রান স্পর্শ করে একশ, ৯৭ বলে।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৭৯।

12 Dec 2024, 10:33 PM

মাহমুদউল্লাহ-জাকেরের জুটিতে পঞ্চাশ

দ্রুত ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। সাবধানী ব‍্যাটিংয়ে শুরুর পর রানের গতি বাড়িয়ে তারা জুটির পঞ্চাশ স্পর্শ করেছেন ৫৯ বলে।

রোস্টন চেইসের মাথার উপর দিয়ে মাহমুদউল্লাহর ছক্কায় এসেছে জুটির পঞ্চাশ।

৪১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২৫।

12 Dec 2024, 10:29 PM

তামিমকে টপকে গেলেন মাহমুদউল্লাহ

গুডাকেশ মোটির বলে জায়গা বানিয়ে সোজা বিশাল ছক্কা মারলেন মাহমুদউল্লাহ। একইসঙ্গে তিনি গড়লেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

তৃতীয় ম্যাচের ৪০ ওভার পর্যন্ত ওয়ানডেতে মাহমুদউল্লাহর ছক্কা ১০৪টি, ২০৮ ইনিংসে। এত দিন ২৪০ ইনিংসে ১০৩ ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন তামিম ইকবাল।

৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৭ রান। মাহমুদউল্লাহ ৩০ বলে ২২ ও জাকের আলি ৩০ বলে ২৪ রানে অপরাজিত।

12 Dec 2024, 10:21 PM

৩৮ ওভারে বাংলাদেশের দুইশ

ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। থমকে থাকা রানের চাকাকে কিছুটা গতি দিয়ে ৩৮ ওভারে দলকে নিয়ে গেছেন দুইশ রানে।

৩৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০৫। একটি করে ছক্কা ও চারে ২৫ বলে মাহমুদউল্লাহর রান ১৭। জাকের তিন চারে ১৭ রান করতে খেলেছেন ২৩ বল।

12 Dec 2024, 10:11 PM

মন্থর ১০ ওভার

মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের শতরানের জুটিতে ২৫ ওভারে ১৫০ রান করে ফেলেছিল বাংলাদেশ। এই জুটি ভাঙার পর কমে গেছে বাংলাদেশের রানের গতি। একইসঙ্গে দুটি উইকেটও হারিয়েছে তারা। 

ইনিংসের মাঝপথ পেরোনোর পর ১০ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৩৮ রান। টানা তিন ওভারে একটি করে বাউন্ডারি পাওয়ায় কিছুটা বেড়েছে রান।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৮ রান। মাহমুদউল্লাহ ১৮ বলে ৭ ও জাকের আলি ১২ বলে ১০ রানে অপরাজিত।

12 Dec 2024, 09:53 PM

আফিফের বিদায়ে বাড়ল চাপ

মেহেদী হাসান মিরাজের রান আউটের পর কোনো রান যোগ করার আগেই আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। শেরফেইন রাদারফোর্ডের বলে ক‍্যাচ দিয়ে ফিরলেন আফিফ হোসেন।

অফ স্টাম্পের বাইরের বলে পুল করেছিলেন আফিফ। কিন্তু টাইমিং করতে পারেননি। মিডউইকেটে ক‍্যাচ নেন ব্র‍্যান্ডন কিং।

দুই চারে ১৫ রান করতে আফিফ খেলেন ২৯ বল। ওভারটি রাদারফোর্ড নেন মেডেন।

৩১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭১। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী জাকের আলি।

12 Dec 2024, 09:48 PM

রান আউট মিরাজ

ঝুঁকিপূর্ণ রানের চেষ্টায় বিপদ ডেকে আনলেন মেহেদী হাসান মিরাজ। রান আউট হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

আফিফ হোসেন পয়েন্ট বল পাঠালে রানের জন‍্য ছুটেন দুই ব‍্যাটসম‍্যান। বল ধরেই নিখুঁত থ্রোয়ে স্টাম্প এলোমেলো করে দেন শেরফেইন রাদারফোর্ড। সে সময় কিছুটা দূরে ছিলেন মিরাজ।

ভাঙে ৩৬ বল স্থায়ী ২৬ রানের জুটি।

৭৩ বলে দুই ছক্কা ও আট চারে ৭৭ রান করেন মিরাজ।

৩০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭১। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মাহমুদউল্লাহ।

12 Dec 2024, 09:22 PM

সৌম‍্যর বিদায়ে ভাঙল শতরানের জুটি

জেডিয়া ব্লেডসকে পরপর দুটি চার মারার পর গুডাকেশ মোটিকে ছক্কায় ওড়ালেন সৌম‍্য সরকার। তবে এরপর আর টিকলেন না। ছক্কার পরের বলে ব‍্যাকফুটে বাঁহাতি স্পিনারকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।

আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন সৌম‍্য। তবে কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ভাঙে ১২৭ বল স্থায়ী ১৩৬ রানের জুটি।

৭৩ বলে চার ছক্কা ও ছয় চারে সৌম‍্য করেন ৭৩ রান।

২৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৫। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী আফিফ হোসেন।

12 Dec 2024, 09:13 PM

ছক্কা মেরে জুটির একশ

অভিষিক্ত জেডিয়া ব্লেডস আক্রমণে ফিরতেই দ্বিতীয় বল ছক্কায় ওড়ালেন মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে পূর্ণ হলো সৌম্য সরকারের সঙ্গে তার জুটির একশ রান। পরের বলে চার মারেন বাংলাদেশ অধিনায়ক।

শেষ বলে সৌম্যর বাউন্ডারিতে ওভার থেকে ১৬ রান পায় বাংলাদেশ। এক ওভার পর ব্লেডসের ওভারে দুটি চার মারেন সৌম্য।

২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৯ রান। সৌম্য ৭০ বলে ৬৭ ও মিরাজ ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত।

12 Dec 2024, 09:05 PM

একই ওভারে মিরাজ-সৌম‍্যর পঞ্চাশ

এক সময়ে মনে হচ্ছিল পঞ্চাশে আগে পৌঁছাবেন সৌম‍্য সরকার। তবে তাকে পেছনে ফেলে পঞ্চাশ স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের লেগেছে ৫৬ বল।

গুডাকেশ মোটিকে বাউন্ডারি মেরে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটিতে যান মিরাজ।

এক বল স্ট্রাইক পেয়ে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন দুইবার বেঁচে যাওয়া সৌম‍্য। বাঁহাতি এই ওপনারের লেগেছে ৫৮ বল।

২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৭। ৫৭ বলে এক ছক্কা ও ছয় চারে মিরাজের রান ৫২। তিনটি করে ছক্কা ও চারে ৫৮ বলে সৌম‍্যর রান ৫০।

12 Dec 2024, 08:58 PM

আরেকবার বেঁচে গেলেন সৌম্য

১৮তম ওভারে গুডাকেশ মোটির তৃতীয় বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারলেন সৌম্য সরকার। পরের বলে আবারও একই শট খেলার চেষ্টায় দূরত্ব পার করতে পারলেন না বাঁহাতি ওপেনার। লং অন সীমানায় ক্যাচ পেলেন অভিষিক্ত আমির জাঙ্গু।

কিন্তু শুরুতে বলের উচ্চতা বুঝতে ভুল করে দৌড় দিতে দেরি করে বসেন জাঙ্গু। পরে বলের কাছে গেলেও হাতে রাখতে পারেননি অভিষিক্ত ক্রিকেটার। ৪৫ রানে দ্বিতীয়বার জীবন পান সৌম্য।

১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৭ রান। সৌম্য ৫১ বলে ৪৭ ও মেহেদী হাসান মিরাজ ৫২ বলে ৪৫ রানে খেলছেন।

12 Dec 2024, 08:32 PM

সৌম‍্য-মিরাজের জুটিতে পঞ্চাশ

তৃতীয় ওভারে তিন বলের মধ‍্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টানছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম‍্য সরকার। দুই জনের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৬ বলে।

বাউন্ডারি নিয়মিতই বাড়ছেন দুই ব‍্যাটসম‍্যান। কিন্তু ভুগছেন এক-দুই নিতে। প্রচুর ডট খেলছেন দুই জনই।

১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬০। ৩২ বলে সৌম‍্যর রান ২৯। ৩৫ বলে মিরাজ খেলছেন ২৭ রানে।

12 Dec 2024, 08:24 PM

পাওয়ার প্লেতে ২ উইকেট

মেহেদী হাসান মিরাজের পাল্টা আক্রমণে চাপ সরে গেছে। তবে পাওয়ার প্লেতে খুব একটা রান করতে পারেনি বাংলাদেশ। এই সময়ে হারিয়েছে তানজিদ হাসান ও লিটন দাসের উইকেট।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৬। ২২ বলে দুই চারে ১৬ রানে ব‍্যাট করছেন সৌম‍্য সরকার। ৩৩ বলে পাঁচ চারে মিরাজের রান ২৬।

আলজারি জোসেফের করা তৃতীয় ওভারে তিন বলের মধ‍্যে ফেরেন তানজিদ ও লিটন। তাদের কেউ খুলতে পারেননি রানের খাতা। দুই সতীর্থের মতো সৌম‍্যও ফিরতে পারতেন শূন‍্য রানে। স্লিপে ব্র‍্যান্ডন কিংয়ের ব‍্যর্থতায় বেঁচে যান তিনি।

৬ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৩৬। পরের ৪ ওভারে তারা করতে পেরেছে কেবল ১০ রান।

বাউন্ডারির বাইরে রান আসছে না খুব একটা। প্রচুর ডট বল খেলছেন ব‍্যাটসম‍্যানরা।

12 Dec 2024, 07:49 PM

লিটনও ফিরলেন খালি হাতে

ক্রিজে গিয়ে টিকতে পারলেন না লিটন কুমার দাস। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবার কোনো ভুল করেননি ব্র্যান্ডন কিং। 

তানজিদ হাসানের মতো খালি হাতে ফেরেন লিটনও।

সিরিজে সব মিলিয়ে লিটনের সংগ্রহ মাত্র ৬ রান। তিন ম্যাচের সিরিজে এর চেয়ে কম রান আর একবার করেছেন লিটন। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে তিনি করেছিলেন মাত্র ৩ রান।

চার নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ৯ বলে ৭ রানে অপরাজিত সৌম্য সরকার।

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯ রান।

12 Dec 2024, 07:48 PM

শূন‍্যতেই শেষ তানজিদ

আগের দুই ম‍্যাচে আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে দ্রুত রান করা তানজিদ হাসান এবার বেশিক্ষণ টিকলেন না। আলজারি জোসেফের বাউন্সারে ব‍্যাট চালিয়ে দিয়ে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।

অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে চেয়েছিলেন তানজিদ। তবে শট খেলতে দেরি করে ফেলেন অনেক। তাই টাইমিং হয়নি একেবারেই, মিডঅনে সহজ ক‍্যাচ যায় শেরফেইন রাদারফোর্ডের হাতে।

৫ বল খেলেও রানর খাতা খুলতে পারেননি তানজিদ।

২.২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী লিটন দাস।

12 Dec 2024, 07:38 PM

শুরুতেই জীবন পেলেন সৌম্য

প্রথম ওভারেই বেঁচে গেলেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। কিন্তু সহজ ক্যাচ হাতে রাখতে পারেননি ব্র্যান্ডন কিং।

১ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ রান। রানের খাতা খোলার অপেক্ষায় তানজিদ হাসান। জীবন পাওয়া বলে নেওয়া ১ রানে অপরাজিত সৌম্য।

12 Dec 2024, 07:28 PM

উইন্ডিজ দলে আরও দুই অভিষেক

দ্বিতীয় ম্যাচে মার্কিনো মিন্ডলির অভিষেকের পর শেষটিতে আরও দুজনকে ওয়ানডে ক্যাপ দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে ২২৬ ও ২২৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নামবেন আমির জাঙ্গু ও জেডিয়া ব্লেডস।

সব মিলিয়ে একাদশে ৪টি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। চোটের কারণে নেই আগের ম্যাচের নায়ক জেডেন সিলস। এছাড়া এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন মিন্ডলি। বিশ্রাম দেওয়া হয়েছে এভিন লুইস ও জাস্টিন গ্রেভসকে।

একাদশে ফিরেছেন আলিক আথানেজ ও আলজারি জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেইস, আমির জাঙ্গু, আলিক আথানেজ, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডিয়া ব্লেডস, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড।

12 Dec 2024, 07:11 PM

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে নাসুম আহমেদ ও হাসান মাহমুদকে। এছাড়া একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

12 Dec 2024, 07:08 PM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরপর দুই ম্যাচে 'টেলস' ডাকলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুদ্রায় উঠল 'হেডস।' পরপর দুই ম্যাচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিদ্ধান্ত একই রাখলেন শেই হোপ। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

আগের দুই ম্যাচের ব্যবহৃত উইকেটে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো করার আশা মিরাজের।

12 Dec 2024, 06:54 PM

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ

ক্যারিবিয়ানে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে গিয়ে নিদারুণ ব্যর্থতায় এখন বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।   

বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায়। 

১০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার কোনো সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা বাংলাদেশের সামনে। ২০১৪ সালের সফরে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে।

প্রথম দুই ম্যাচে এক সঙ্গে তিন বিভাগে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। এর মাশুল দিতে হয়েছে ১০ বছরের মধ্যে প্রথমবারে মতো ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ হেরে। হোয়াইটওয়াশ এড়াতে তিন বিভাগেই নিজেদের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ মিরাজদের সামনে।