Published : 28 Feb 2011, 02:14 PM
বর্তমান সরকারের উচিৎ ইউিনেপটুইউ'র বিভিন্ন ব্যাকে জব্দ করা টাকা গুলো সাধারণ মানুষ তথা যারা অতিরিক্ত লাভের আশায় টাকা গুলো বিনিয়োগ করেছেন তাঁদের নিকট ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা। এবং সকল এমএলএম কোম্পানীকে একটা আইেনর ভেতর নিয়ে আশা। তবেই, সাধারণ জনগণ উপকৃত হবে।