খসরু পারভেজের জন্ম, ১৯৬২ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি যশোর জেলার শেখপুরা গ্রামে। পিতা মৃত খন্দকার মকবুল আহমেদ। মাতা মৃত লতিফা বেগম।
বাংলা ভাষা-সাহিত‍্যে পড়াশুনা করেছেন। একসময় সংবাদিকতা করতেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব‍্যাংকের চাকুরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।

খসরু পারভেজ প্রতিষ্ঠা করেছেন মধুসূদন স্মারক সংস্থা 'মধুসূদন একাডেমী' ও কবি সংগঠন ' পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ '।

কবিতা চর্চার পাশাপাশি গান লেখেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। গদ‍্য চর্চা ও গবেষণাধর্মী কাজে নিবেদিত।
তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

প্রকাশিত গ্রন্থ:
কাব‍্য :- পালক খসা বলাকার আর্তনাদ, নিহত বিভীষিকা নিরুদ্দেশে , মুক্তিযুদ্ধের কুকুরগুলো, ভালোবাসা এসো ভূগোলময় , পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণমঙ্গল কাব‍্য , রূপের লিরিক , প্রেমের কবিতা , জেগে ওঠো প্রত্নবেলা, জিন্নাহর টুপি, হৃদপুরাণ, নির্বাচিত কবিতা , যশোর রোডে দাঁড়িয়ে, সুবর্ণগ্রামে লকডাউন , সক্রেটিসের সাথে, কুড়িয়ে পাওয়া কবিতা, হিন্দুবাদী কবিতা অথবা একবিংশ শতাব্দীর প্রার্থনা, শ্রেষ্ঠ কবিতা, যশোরের যীশু।

গদ‍্য ও গবেষণা : মাইকেল পরিচিতি , কবিতার ছন্দ , আমাদের শিল্পী এস এম সুলতান , সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত , এস এম সুলতান , মধুসূদন : বিচিত্র অনুষঙ্গ, মধুসূদনচর্চা : নির্বাচিত প্রবন্ধ, আমার রবীন্দ্রনাথ : ভ্রান্তির ছলনে।

অনুবাদ :- মধুসূদনের চিঠি।

সম্পাদনা গ্রন্থ :- সাগরদাঁড়ী ও মধুসূদন, মুখোমুখি সুলতান, ফুটি যেন স্মৃতিজলে , মধুসূদন : কবি ও কবিতা , মধুসূদন : নিবেদিত পঙক্তিমালা, আরো এক বিপন্ন বিস্ময় ( করোনাকালের কবিতা সংকলন), বাঙালির বিস্ময় : মেঘনাদবধ কাব‍্য।

সম্পাদনা করেছেন দুই ডজনের বেশি মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মরণিকা। মধুসূদন স্মরণ বার্ষিকী 'মধুকর' সম্পাদনার সঙ্গে যুক্ত।  ছোটকাগজ 'অববাহিকা' ও 'ভাঁটফুল' এর সম্পাদক। 'সুবর্ণ লিরিক' এর উপদেষ্টা সম্পাদক। সম্পাদনা করছেন দুই ডজনের বেশি মধুসূদন স্মরণিকা-সাময়িকী।

কবি মাইকেল মধুসূদন দত্ত বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনায় কৃতিত্বের জন‍্য খসরু পারভেজ 'আইএফআইসি ব‍্যাংক সাহিত‍্য পুরস্কার' ২০১৩ ও 'মহাকবি মধুসূদন পদক' ২০১৪ অর্জন করেছেন। গান রচনায় সাফল‍্যের জন‍্য পেয়েছেন 'মোহাম্মদ মনিরুজ্জামান পদক' ।
এছাড়াও সাহিত‍্যে অবদানের জন‍্য প্রাপ্ত অন‍্যান‍্য পুরস্কার ও সম্মাননার মধ‍্যে উল্লেখযোগ্য - সুকান্ত পদক , মনোজ বসু স্মৃতি পুরস্কার , বিবেকানন্দ পদক, কণ্ঠশীলন সম্মাননা পদক , মাইকেল মধুসূদন সাহিত‍্য পদক, স্বরগম সংগীত একাডেমী গুণীজন সম্মাননা, জীবনানন্দ স্মৃতি সম্মাননা , বিপ্রতীপ ছোটকাগজ সম্বর্ধনা, দেশজ মেলা সম্বর্ধনা, বৈশাখী মেলা সম্বর্ধনা, কেশবপুর বইমেলা সম্মাননা, কপোতাক্ষ সাহিত‍্য পরিষদ সম্মাননা পদক , কাদামাটি সাহিত‍্য পদক, আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি পুরস্কার।
ভারত থেকে পেয়েছেন- ফেডারেশন হল সোসাইটি সম্মাননা, তিন বাংলা কবি সম্মেলন সম্মাননা, কবি অমিয় চক্রবর্তী পুরস্কার এবং নজরুল স্মারক সম্মাননা।

"> খসরু পারভেজের জন্ম, ১৯৬২ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি যশোর জেলার শেখপুরা গ্রামে। পিতা মৃত খন্দকার মকবুল আহমেদ। মাতা মৃত লতিফা বেগম।
বাংলা ভাষা-সাহিত‍্যে পড়াশুনা করেছেন। একসময় সংবাদিকতা করতেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব‍্যাংকের চাকুরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।

খসরু পারভেজ প্রতিষ্ঠা করেছেন মধুসূদন স্মারক সংস্থা 'মধুসূদন একাডেমী' ও কবি সংগঠন ' পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ '।

কবিতা চর্চার পাশাপাশি গান লেখেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। গদ‍্য চর্চা ও গবেষণাধর্মী কাজে নিবেদিত।
তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

প্রকাশিত গ্রন্থ:
কাব‍্য :- পালক খসা বলাকার আর্তনাদ, নিহত বিভীষিকা নিরুদ্দেশে , মুক্তিযুদ্ধের কুকুরগুলো, ভালোবাসা এসো ভূগোলময় , পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণমঙ্গল কাব‍্য , রূপের লিরিক , প্রেমের কবিতা , জেগে ওঠো প্রত্নবেলা, জিন্নাহর টুপি, হৃদপুরাণ, নির্বাচিত কবিতা , যশোর রোডে দাঁড়িয়ে, সুবর্ণগ্রামে লকডাউন , সক্রেটিসের সাথে, কুড়িয়ে পাওয়া কবিতা, হিন্দুবাদী কবিতা অথবা একবিংশ শতাব্দীর প্রার্থনা, শ্রেষ্ঠ কবিতা, যশোরের যীশু।

গদ‍্য ও গবেষণা : মাইকেল পরিচিতি , কবিতার ছন্দ , আমাদের শিল্পী এস এম সুলতান , সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত , এস এম সুলতান , মধুসূদন : বিচিত্র অনুষঙ্গ, মধুসূদনচর্চা : নির্বাচিত প্রবন্ধ, আমার রবীন্দ্রনাথ : ভ্রান্তির ছলনে।

অনুবাদ :- মধুসূদনের চিঠি।

সম্পাদনা গ্রন্থ :- সাগরদাঁড়ী ও মধুসূদন, মুখোমুখি সুলতান, ফুটি যেন স্মৃতিজলে , মধুসূদন : কবি ও কবিতা , মধুসূদন : নিবেদিত পঙক্তিমালা, আরো এক বিপন্ন বিস্ময় ( করোনাকালের কবিতা সংকলন), বাঙালির বিস্ময় : মেঘনাদবধ কাব‍্য।

সম্পাদনা করেছেন দুই ডজনের বেশি মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মরণিকা। মধুসূদন স্মরণ বার্ষিকী 'মধুকর' সম্পাদনার সঙ্গে যুক্ত।  ছোটকাগজ 'অববাহিকা' ও 'ভাঁটফুল' এর সম্পাদক। 'সুবর্ণ লিরিক' এর উপদেষ্টা সম্পাদক। সম্পাদনা করছেন দুই ডজনের বেশি মধুসূদন স্মরণিকা-সাময়িকী।

কবি মাইকেল মধুসূদন দত্ত বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনায় কৃতিত্বের জন‍্য খসরু পারভেজ 'আইএফআইসি ব‍্যাংক সাহিত‍্য পুরস্কার' ২০১৩ ও 'মহাকবি মধুসূদন পদক' ২০১৪ অর্জন করেছেন। গান রচনায় সাফল‍্যের জন‍্য পেয়েছেন 'মোহাম্মদ মনিরুজ্জামান পদক' ।
এছাড়াও সাহিত‍্যে অবদানের জন‍্য প্রাপ্ত অন‍্যান‍্য পুরস্কার ও সম্মাননার মধ‍্যে উল্লেখযোগ্য - সুকান্ত পদক , মনোজ বসু স্মৃতি পুরস্কার , বিবেকানন্দ পদক, কণ্ঠশীলন সম্মাননা পদক , মাইকেল মধুসূদন সাহিত‍্য পদক, স্বরগম সংগীত একাডেমী গুণীজন সম্মাননা, জীবনানন্দ স্মৃতি সম্মাননা , বিপ্রতীপ ছোটকাগজ সম্বর্ধনা, দেশজ মেলা সম্বর্ধনা, বৈশাখী মেলা সম্বর্ধনা, কেশবপুর বইমেলা সম্মাননা, কপোতাক্ষ সাহিত‍্য পরিষদ সম্মাননা পদক , কাদামাটি সাহিত‍্য পদক, আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি পুরস্কার।
ভারত থেকে পেয়েছেন- ফেডারেশন হল সোসাইটি সম্মাননা, তিন বাংলা কবি সম্মেলন সম্মাননা, কবি অমিয় চক্রবর্তী পুরস্কার এবং নজরুল স্মারক সম্মাননা।

">

১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

খসরু পারভেজ

খসরু পারভেজ

খসরু পারভেজের জন্ম, ১৯৬২ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি যশোর জেলার শেখপুরা গ্রামে। পিতা মৃত খন্দকার মকবুল আহমেদ। মাতা মৃত লতিফা বেগম।
বাংলা ভাষা-সাহিত‍্যে পড়াশুনা করেছেন। একসময় সংবাদিকতা করতেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব‍্যাংকের চাকুরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।

খসরু পারভেজ প্রতিষ্ঠা করেছেন মধুসূদন স্মারক সংস্থা 'মধুসূদন একাডেমী' ও কবি সংগঠন ' পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ '।

কবিতা চর্চার পাশাপাশি গান লেখেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। গদ‍্য চর্চা ও গবেষণাধর্মী কাজে নিবেদিত।
তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

প্রকাশিত গ্রন্থ:
কাব‍্য :- পালক খসা বলাকার আর্তনাদ, নিহত বিভীষিকা নিরুদ্দেশে , মুক্তিযুদ্ধের কুকুরগুলো, ভালোবাসা এসো ভূগোলময় , পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণমঙ্গল কাব‍্য , রূপের লিরিক , প্রেমের কবিতা , জেগে ওঠো প্রত্নবেলা, জিন্নাহর টুপি, হৃদপুরাণ, নির্বাচিত কবিতা , যশোর রোডে দাঁড়িয়ে, সুবর্ণগ্রামে লকডাউন , সক্রেটিসের সাথে, কুড়িয়ে পাওয়া কবিতা, হিন্দুবাদী কবিতা অথবা একবিংশ শতাব্দীর প্রার্থনা, শ্রেষ্ঠ কবিতা, যশোরের যীশু।

গদ‍্য ও গবেষণা : মাইকেল পরিচিতি , কবিতার ছন্দ , আমাদের শিল্পী এস এম সুলতান , সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত , এস এম সুলতান , মধুসূদন : বিচিত্র অনুষঙ্গ, মধুসূদনচর্চা : নির্বাচিত প্রবন্ধ, আমার রবীন্দ্রনাথ : ভ্রান্তির ছলনে।

অনুবাদ :- মধুসূদনের চিঠি।

সম্পাদনা গ্রন্থ :- সাগরদাঁড়ী ও মধুসূদন, মুখোমুখি সুলতান, ফুটি যেন স্মৃতিজলে , মধুসূদন : কবি ও কবিতা , মধুসূদন : নিবেদিত পঙক্তিমালা, আরো এক বিপন্ন বিস্ময় ( করোনাকালের কবিতা সংকলন), বাঙালির বিস্ময় : মেঘনাদবধ কাব‍্য।

সম্পাদনা করেছেন দুই ডজনের বেশি মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মরণিকা। মধুসূদন স্মরণ বার্ষিকী 'মধুকর' সম্পাদনার সঙ্গে যুক্ত।  ছোটকাগজ 'অববাহিকা' ও 'ভাঁটফুল' এর সম্পাদক। 'সুবর্ণ লিরিক' এর উপদেষ্টা সম্পাদক। সম্পাদনা করছেন দুই ডজনের বেশি মধুসূদন স্মরণিকা-সাময়িকী।

কবি মাইকেল মধুসূদন দত্ত বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনায় কৃতিত্বের জন‍্য খসরু পারভেজ 'আইএফআইসি ব‍্যাংক সাহিত‍্য পুরস্কার' ২০১৩ ও 'মহাকবি মধুসূদন পদক' ২০১৪ অর্জন করেছেন। গান রচনায় সাফল‍্যের জন‍্য পেয়েছেন 'মোহাম্মদ মনিরুজ্জামান পদক' ।
এছাড়াও সাহিত‍্যে অবদানের জন‍্য প্রাপ্ত অন‍্যান‍্য পুরস্কার ও সম্মাননার মধ‍্যে উল্লেখযোগ্য - সুকান্ত পদক , মনোজ বসু স্মৃতি পুরস্কার , বিবেকানন্দ পদক, কণ্ঠশীলন সম্মাননা পদক , মাইকেল মধুসূদন সাহিত‍্য পদক, স্বরগম সংগীত একাডেমী গুণীজন সম্মাননা, জীবনানন্দ স্মৃতি সম্মাননা , বিপ্রতীপ ছোটকাগজ সম্বর্ধনা, দেশজ মেলা সম্বর্ধনা, বৈশাখী মেলা সম্বর্ধনা, কেশবপুর বইমেলা সম্মাননা, কপোতাক্ষ সাহিত‍্য পরিষদ সম্মাননা পদক , কাদামাটি সাহিত‍্য পদক, আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি পুরস্কার।
ভারত থেকে পেয়েছেন- ফেডারেশন হল সোসাইটি সম্মাননা, তিন বাংলা কবি সম্মেলন সম্মাননা, কবি অমিয় চক্রবর্তী পুরস্কার এবং নজরুল স্মারক সম্মাননা।