উইলিয়াম রাদিচে: বাঙালির এক বিশ্ববান্ধবের প্রয়াণ
রবীন্দ্রনাথ যে শুধুই সাধক ও মরমী পরিচয়ের আলখেল্লাধারী প্রাচ্যের কোনো ঋষি নন, তিনি যে মূলত শিল্পী, সাহিত্যের সবগুলো শাখায় শিখরছোঁয়া এক রক্তাক্ত আর্তনাদ, বিশ্বজনীন ভাষ্যের এক কালতিক্রমী শিখা—এই ভাবমূর্তিরই পুনরুদ্ধারে রাদিচের ভূমিকা অগ্রগণ্য।