গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান লড়বেন নৌকা প্রতীক নিয়ে।

)<div class="paragraphs"><p>গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান লড়বেন নৌকা প্রতীক নিয়ে।</p></div>
সমগ্র বাংলাদেশ

আজমতের ‘নৌকা’র বিপক্ষে রনির ‘হাতি’, জাহাঙ্গীরের মায়ের ‘টেবিল ঘড়ি’

Byগাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পাঁচ জন দলীয় প্রতীকের পাশাপাশি তিন স্বতন্ত্র প্রার্থী বরাদ্দ পেয়েছেন টেবিল ঘড়ি, হাতি ও ঘোড়া। 

মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুর নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে সব পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। 

বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি বরাদ্দ পেয়েছেন ‘হাতি’ প্রতীক।

প্রথমেই মেয়র পদে আটজন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।  

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল সমর্থিত মোট ৫ জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

অন্য ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন প্রতীক হিসেবে পেয়েছেন ‘টেবিল ঘড়ি’। 

বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি বরাদ্দ পেয়েছেন ‘হাতি’ প্রতীক। 

আরেক স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ পেয়েছেন ‘ঘোড়া প্রতীক’। 

স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

অন্যদিকে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল),  গণফ্রন্ট সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম (মাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ (গোলাপ ফুল)। 

লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।

প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরুর আগে প্রার্থীদের প্রতি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।  

এ ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। 

আরও পড়ুন

গাজীপুর সিটি নির্বাচন: এক মেয়র প্রার্থীসহ ৩৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

গাজীপুর সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ মামুন মণ্ডল

গাজীপুর সিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন ফয়সাল আহমাদ

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটি বৈধ

SCROLL FOR NEXT