সৌদি আরবে আত্মঘাতী হামলায় নিহত ৪

সৌদি আরবে ফের একটি শিয়া মসজিদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 12:54 PM
Updated : 29 May 2015, 01:11 PM

শুক্রবার পূর্বাঞ্চলীয় দাম্মামের আল-আনৌদ শিয়া মসজিদ প্রাঙ্গণে এ হামলা হয়। দেশটিতে এক সপ্তাহের মধ্যে শিয়া মসজিদে এটি দ্বিতীয় হামলার ঘটনা, বলছেন প্রত্যক্ষদর্শীরা। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

এর আগে ২২ মে সৌদি আরবের আল-কাদিহ গ্রামের ইমাম আলী শিয়া মসজিদে ইসলামিক স্টেট জঙ্গিদের হামলায় ২১ জন নিহত হয়েছিল।

শুক্রবার আল-আনৌদ মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি জানান, মসজিদের পার্কিং এলাকায় একটি গাড়ি দাঁড় করানো ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটির দিকে হেঁটে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়ে ৪ জন নিহত হয় বলে পুলিশের ধারণা।

বিস্ফোরণে আশেপাশের বেশকিছু গাড়িতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে একজন গাড়ির চালক বলে ধারণা করছে পুলিশ। 

আইএস ট্যুইটারে এক বার্তায় হামলাকারীর নাম আবু জান্দাল আল-জিজরাওই বলে জানিয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সে হামলা চালাতে সক্ষম হয়েছে বলে জানায় আইএস।

হামলায় একজন পথচারী নিহত হওয়ার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত চলছে।