ভূমধ্যসাগরে আরেকটি নৌকাডুবির আশঙ্কা

ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসী নিয়ে আরও একটি নৌকা ডুবির আশঙ্কার কথা জানিয়েছে ‘ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন’(আইওএম)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 02:23 PM
Updated : 20 April 2015, 02:23 PM

আইওএম’র মুখপাত্র জানান, তারা ডুবন্ত একটি নৌকা থেকে পাঠানো বিপদ সংকেত পেয়েছেন।

“একজন ফোন করে জানান, আন্তর্জাতিক জলসীমায় প্রায় তিনটি নৌকা বিপদে পড়েছে। তিনি যে নৌকায় আছেন সেটিতে তিনশ’র বেশি যাত্রী রয়েছে এবং সেটি ডুবতে শুরু করেছে।”

“অনেকে এরই মধ্যে মারা গেছে, সংখ্যাটা অন্তত ২০ বলে ওই ব্যক্তি জানিয়েছেন।”

এ ব্যাপারে মাল্টা নৌবাহিনী বিবিসি’কে জানায়, লিবিয়ার জলসীমায় নতুন করে কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ইতালির কোস্টগার্ডের তত্ত্বাবধানে উদ্ধার কাজ চলছে।

তবে আইওএম যে দুর্ঘটনার কথা বলছে, তা ওই ঘটনার অন্তর্ভূক্ত কিনা তারা সে ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারেনি।

এর আগে শনিবার মধ্যরাতে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় ৭০০ জন অভিবাসীবাহী একটি মাছ ধরার জাহাজ ডুবে শত শত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ওই ঘটনার প্ররিপ্রেক্ষিতে অভিবাসী সংকট নিয়ে আলোচনার জন্য সোমবার দিনের শেষ ভাগে লুক্সেমবার্গে ইইউ ভূক্ত দেশগুলোর মন্ত্রীদের বৈঠকে বসার কথা রয়েছে।