ফ্রান্সে বিধ্বস্ত বিমানের ৭৮ জনের ডিএনএ সনাক্ত

জার্মানউইংসের বিধ্বস্ত বিমানের নিহত ৭৮ জন আরোহীর ডিএনএ আলাদাভাবে সনাক্ত করা গেছে। বিমানে মোট ১৫০ জন আরোহী ছিলেন, যাদের সবাই মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 05:51 PM
Updated : 30 March 2015, 05:51 PM

বেশ কয়েকটি গণমাধ্যমে (বিশেষ করে জার্মানির) বিমানের কো-পাইলট আন্দ্রিয়েজ লুবিৎজের দেহাবশেষ খুঁজে পাওয়ার খবর প্রকাশ করেছে। যদিও তদন্ত কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন।

ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যানুযায়ী লুবিৎজ ইচ্ছাকৃতভাবে বিমানটি ধ্বংস করেছেন।

জার্মানির বিল্ড পত্রিকা ভয়েস রেকর্ডারের শেষ কয়েক মিনিটের বক্তব্য প্রকাশ করেছে। খবরে বলা হয়, ককপিটের বাইরে আটকে পড়া বিমানটির পাইলটকে ‘ওপেন দ্য ড্যাম ডোর!’ বলে চিকৎকার করতে শোনা গেছে।

উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত পায়ে হেঁটে বা হেলিকপ্টারে করে আল্পস পর্বতমালার দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছে।

উদ্ধারকর্মীরা পাহাড় খুঁড়ে একটি রাস্তা বানানোর চেষ্টা করছেন। রাস্তাটি বানানো হলে তারা সরাসরি দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে আরোহীদের দেহাবশেষ ও বিমানের ধ্বংসাবশেষ খোঁজার কাজে গতি আসবে।

মঙ্গলবার বা বুধবার রাস্তা তৈরির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্ধারকাজে নিয়োজিত পুলিশ সদস্যদের মুখপাত্র।

ওদিকে, তদন্ত শেষ হওয়ার আগে ভয়েস রেকর্ডারের তথ্য প্রকাশ করে বিল্ড পত্রিকা আইনের ‘ভয়াবহ লঙ্ঘন’ করেছে বলে মনে করছে ইউরোপিয়ান ককপিট অ্যাসোসিয়েশন।

সংস্থাটির যুক্তি, এখনও ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার হয়নি। তদন্তও চলছে। সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের পরই কেবলমাত্র চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। এখনো অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর পাওয়া বাকি।