পাকিস্তানে সেনা অভিযানে ‘৫ তালেবান জঙ্গি’ নিহত

পেশোয়ারের কাছে তালেবানদের দুইটি অবস্থানে অভিযান চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। অভিযানে অন্তত পাঁচজন তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 02:16 PM
Updated : 20 Dec 2014, 02:16 PM

কয়েক দিন আগে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি) জঙ্গিদের হামলায় ১৪১ জন নিহত হয়, যাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

মঙ্গলবারের ওই হামলার তিন দিনের মাথায় পাকিস্তান দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করে।

এরপর থেকে দেশটির যেসব কারাগারে জঙ্গিরা বন্দি আছে ওই সব কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তালেবান জঙ্গিরা কারাগারে হামলা চালাতে পারে এ আশঙ্কা থেকেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্কুলে হামলার ঘটনার পর পাকিস্তান সরকার জঙ্গিদের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আইন বাতিল করে দিয়েছে।

এছাড়া পাকিস্তানী সেনাবাহিনী দেশজুড়ে জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে।এরই মধ্যে সেনাবাহিনীর হাতে কয়েক ডজন জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্দি বিনিময় করার জন্য তালেবান জঙ্গিরা সেনা কর্মকর্তাদের সন্তানদের অপরহণের যে পরিকল্পনা করেছে সে ব্যাপারেও সেনাবাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

ওদিকে নেটো বাহিনীও আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে চালানো ওই বিমান হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসএএফ।