কার্বন নির্গমন কমাতে রাজি ইইউ নেতারা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৪০ শতাংশ কমানোর এক উল্লেখযোগ্য চুক্তিতে পৌঁছেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 02:51 PM
Updated : 24 Oct 2014, 03:38 PM

ব্রাসেলস সম্মেলনে কার্বন নির্গমন কমানো নিয়ে নানা তর্ক বিতর্কর পর নেতারা এ সিদ্ধান্তে উপনীত হন।

বিশ্বে কয়লার ওপর বেশিমাত্রায় নির্ভরশীল দেশ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন বেশি মাত্রায় কমাতে আগ্রহী দেশগুলোর মধ্যে একটি আপোসরফার মধ্য দিয়ে চূড়ান্ত এ চুক্তি হয়েছে বলে জানিয়েছেন সংবাদদাতারা।

পরিবেশবাদীরা এ চুক্তি নিয়ে খুব বেশি আশাবাদী না হলেও একে স্বাগত জানিয়েছে।

ইইউ নেতারা কার্বন নির্গমন কমানোর পাশপাশি নবায়নযোগ্য জ্বালানি ২৭ শতাংশ বাড়াতেও রাজি হয়েছেন।

তবে কার্বন নির্গমন কমানো নিয়ে ইইউ নেতাদের মধ্যে গভীর মতবিরোধ দেখা দেয়। কয়লার ওপর অত্যধিক নির্ভরশীল পোল্যান্ড কার্বন নির্গমন কমালে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়া নিয়ে শঙ্কা প্রকাশ করে। একইরকম উদ্বেগ প্রকাশ করে মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি ইইউ সদস্যদেশও।

তবে পরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য পূরণের জন্য অপেক্ষাকৃত দরিদ্র ইইউ সদস্যদেশগুলোকে অতিরিক্ত তহবিল দিয়ে সহায়তা করার আশ্বাস দেন।