চীনা কমিউনিস্ট পার্টির পূর্ণাঙ্গ বৈঠক শুরু

আইনের শাসন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়গুলোকে সামনে রেখে রাজধানী বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের পূর্ণাঙ্গ বৈঠক শুরু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:16 AM
Updated : 20 Oct 2014, 09:16 AM

সোমবার শুরু হওয়া এ বৈঠকটি ২০৫ সদস্য বিশিষ্ট চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বার্ষিক অধিবেশন।

চীনের রাজনীতিতে এই বৈঠককেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচনা করা হয়।

চীনা কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা প্রায় ৯ কোটি, কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত।

পূর্ণাঙ্গ অধিবেশনে প্রায়ই রাজনৈতিক সংস্কারের মাইলফলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে এবারের বৈঠকে কমিউনিস্ট পার্টির নেতা ও দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গৃহীত রাজনৈতিক কর্মসূচীগুলোকেই প্রধানত অনুমোদন করা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুর্নীতি নিয়ন্ত্রণকে নিজের প্র্রধান কর্মসূচীতে পরিণত করেছেন শি।

২০১৩ সালে কমিউনিস্ট পার্টির পূর্ণাঙ্গ বৈঠক থেকে পরবর্তী দশকে চীনের অর্থনীতিকে ক্রুটিমুক্ত করতে ধারাবাহিক সংস্কারের কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।

ওই বৈঠকের পর চীনা নেতারা দেশটির অর্থনীতিতে মুক্ত বাজার আরো ভূমিকা পালন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে রাষ্ট্রীয় মালিকানাকে অর্থনীতির মূল স্তম্ভ হিসেবেই রেখে দিয়েছিলেন।