এবার রুশ জঙ্গিবিমানকে মার্কিন বিমানের বাধা

যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উপকূলে এবার ৬ রুশ জঙ্গি বিমানকে বাধা দিয়েছে মার্কিন ও কানাডীয় জঙ্গি বিমান।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 06:07 AM
Updated : 20 Sept 2014, 06:07 AM

বিবিসি জানিয়েছে, বুধবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কর্মকর্তারা।

রুশ জঙ্গিবিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় (এডিআইজেড) প্রবেশ করলেও দেশটির আকাশসীমা লঙ্ঘণ করেনি ।

বাধা পাওয়ার পর রুশ জঙ্গিবিমানগুলো কোনো ঘটনা ছাড়াই ওই এলাকা ছেড়ে চলে যায়। রুশ বিমানগুলোর মধ্যে দুটি মিগ ৩১ জঙ্গি বিমান ছিল বলে জানা গেছে।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। বছরে গড়ে ১০টি এমন ঘটনা ঘটে।

এডিআইজেড প্রধানত আন্তর্জাতিক আকাশসীমার একটি এলাকা যা উপকূল থেকে প্রায় ২শ’ মাইল পর্যন্ত হয়ে থাকে।

ভূখণ্ড থেকে উপকূলের ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সার্বভৌম আকাশসীমার বিস্তৃতি।

বুধবার সন্ধ্যায় আলাস্কার বিমান ঘাঁটি থেকে দুটি এফ-২২ জঙ্গি বিমান উড়ে গিয়ে রুশ বিমানগুলোকে বাধা দেয়। এর পরদিন বৃহস্পতিবার সকালে আর্কটিক এলাকায় কানাডীয় দুটি সিএফ-১৮ জঙ্গি বিমান ফের রুশ জঙ্গি বিমানকে বাধা দেয়।

এদিকে, বুধবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুটি রুশ সামরিক বিমান বাল্টিক সাগরের ওল্যান্ড দ্বীপে সুইডিশ আকাশসীমা লঙ্ঘণ করেছে।

এই ঘটনাকে “গুরুতর লঙ্ঘণ” বলে বর্ণনা করেছে ওই মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রতিবাদ জানানোর জন্য রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছে সুইডেন।