‘বছরে ১০ লাখ নবজাতক ২৪ ঘণ্টার মধ্যে মারা যায়’

প্রতিরোধযোগ্য সুযোগ থাকার পরও প্রতি বছর ১০ লাখ নবজাতক জন্ম পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই মারা যায়।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 05:26 AM
Updated : 17 Sept 2014, 05:26 AM

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।

জন্মের আগে, জন্মকালীন ও জন্মের পর কিছু পদক্ষেপ নেয়ার মাধ্যমে এসব শিশুর মৃত্যু খুব সহজে, স্বল্প খরচে এড়ানো যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শিশুর বেঁচে থাকা ও এক্ষেত্রে সরকারগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি ধারাবাহিকভাবে অনুসরণ করার ওপর ইউনিসেফের দ্বিতীয় প্রতিবেদন এটি।

এ বিষয়ে এক বিবৃতিতে ইউনিসেফের উপপ্রধান নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা বলেছেন, “প্রকাশিত তথ্যগুলো পরিষ্কারভাবে দেখিয়েছে যে, গর্ভবতী অবস্থায় ও জন্মের সময় মায়েরা যদি মানসম্পন্ন স্বাস্থ্যসেবার মধ্যে থাকে, তবে নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়।”
তিনি আরও বলেছেন, “সমাজের দুর্বলতম অংশেও যেন এই সেবা পৌঁছয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।”
১৯৯০ সাল থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু ১ কোটি ২৭ লাখ থেকে নেমে প্রায় অর্ধেক- ৬৩ লাখে এসে দাঁড়িয়েছে। কিন্তু এখনও অনেক কিছু করা বাকি।
জন্মের পর প্রথম ২৮ দিন নবজাতকের জন্য সবচেয়ে শঙ্কাজনক সময়। প্রতি বছর এই সময়ের মধ্যে প্রায় ২৮ লাখ নবজাতকের মৃত্যু হয়।