সেনেগালে ধরা পড়েছে ইবোলা, কঙ্গোয় মৃত ১৩

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশে ইবোলা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 04:27 PM
Updated : 29 August 2014, 04:28 PM

ওদিকে, মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সেনেগালের স্বাস্থ্য মন্ত্রী আওয়া সেক শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ইবোলা আক্রান্ত রোগীটি পার্শ্ববর্তী দেশ গিনির নাগরিক। তার রোগ সংক্রমণ প্রতিরোধের চেষ্টা চলছে।

সেনেগাল নিয়ে পশ্চিম আফ্রিকার মোট ৫ টি দেশে ইবোলা ছড়াল।

পশ্চিম আফ্র্রিকায় ইবোলার প্রাদুর্ভব প্রথম ঘটেছিল গিনিতেই। এ পর্যন্ত ১ হাজার ৫০০‘র বেশি মানুষ এতে মারা গেছেন। এতে ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হতে পারে এবং আরো অনেক দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইবোলা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে গিনির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল সেনেগাল। ইবোলা ঠেকাতে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নের সঙ্গে বিমান ও সাগর পথের সমস্ত যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছিল দেশটি।

সেনেগালে গিনির বহুসংখ্যক নাগরিক বাস করে বলে জানিয়েছে বিবিসি।

সেনেগাল ছাড়াও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর জনসস্বাস্থ্যমন্ত্রী ফেলিক্স কাবানগে সংবাদসংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, তার দেশের ৫ ডাক্তারসহ ১৩জন ইবোলা সংক্রমণে মারা গেছেন। খবরটি দিয়েছে
বার্তা সংস্থা এআইএনএস।

মন্ত্রী আরও জানান, ১৩ জনের মৃত্যু ঘটেছে দেশটির ইকুয়াতুর প্রদেশের প্রতন্ত্য এলাকা দেজেরাতে। দেশটির অন্য কোন অঞ্চলে এখনো কোন ইবোলা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

দেশটির রাজধানী কিনশাসাতে পাঁচ সন্দেহভাজনকে পরীক্ষা করে তাদের শরীরে ইবোলার অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানান কাবানগে।