দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি হামাস-ইসরায়েল

মিশরের মধ্যস্থতায় আলোচনায় গাজায় দীর্ঘমেয়াদি একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 02:29 PM
Updated : 27 August 2014, 02:55 AM

গাজায় ৭ সপ্তাহ ধরে চলা লড়াইয়ে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানির পর নানা কূটনৈতিক তৎপরতায় এই যুদ্ধবিরতি হল।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন হামাসের আলোচক মুসা আবু মারজুক।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

হামাস বলছে, এই যুদ্ধবিরতি কার্যত তাদের প্রতিরোধ যুদ্ধেরই বিজয়।

চুক্তি অনুযায়ী গাজায় অবরোধ শিথিল করতে রাজি হয়েছ ইসরায়েল, যাতে করে ত্রাণ সরবরাহ এবং নির্মাণ সামগ্রী ফিলিস্তিনের ওই অংশে ঢুকতে পারে।

এই যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রও। 

গাজায় দু’পক্ষের মধ্যে গোলা হামলা চলার মধ্যে অস্ত্রবিরতি চুক্তিতে দুপক্ষের রাজি হওয়ার এ খবর এল।

গাজায় মঙ্গলবার সকালের দিকে দুটো বহুতল ভবনে হামলা চালায় ইসরায়েলের জঙ্গি বিমান।

ফ্ল্যাট এবং অফিস সম্বলিত বাসা টাওয়ার ইসরায়েলের হামলায় ধুলোয় মিশে যায় এবং বাড়ি, দোকান, কার্যালয় থাকা ইটালিয়ান কমপ্লেক্স ইসরায়েলের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইসরায়েলের পূর্ব সতর্কবাণীতে অধিবাসীরা ভবনটি থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কেই নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে ইটালিয়ান কমপ্লেক্সে হামলায় ২০ জন আহত হয়েছে এবং অন্তত ২ জন আহত হয়েছে।