ইরাকে শিয়া মিলিশিয়া হামলায় নিহত ৬৮

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে দিয়ালা প্রদেশে একটি গ্রামের মসজিদে সুন্নি মুসলিমদের ওপর শিয়া মিলিশিয়াদের হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 22 August 2014, 05:33 PM
Updated : 22 August 2014, 05:33 PM

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে এক আত্মঘাতী বোমা হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটানোর পর পালাতে থাকা মুসল্লিদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা।

এতে ৬৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন দিয়ালা প্রদেশের হাসপাতাল মর্গের এক কর্মকর্তা।

হামলার জন্য কয়েকটি প্রতিবেদনে শিয়া মিলিশিয়াদের দায়ী করা হলেও অন্য কয়েকটি খবরে এ ঘটনার জন্য সুন্নি জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কে দায়ী করা হচ্ছে।

এলাকাটিতে আইএস জঙ্গি এবং শিয়া মিলিশিয়া-সমর্থিত ইরাকি সেনাদের তুমুল লড়াই চলছে। আইএস কে সবচেয়ে বড় হুমকি বলে ইতোমধ্যেই চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।

এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সরকারি বাহিনীর সঙ্গে শিয়া মিলিশিয়ারা তাদের যোদ্ধাদের ওপর হামলার পাল্টা প্রতিশোধ নিতে একযোগে সুন্নি মসজিদে ওই হামলা চালিয়েছে।

তবে আরেক কর্মকর্তা বলেছেন, আইএস তাদের দলে যোগ দিতে অনিচ্ছুক সুন্নি নেতাদেরকে লক্ষ্য করেই ওই হামলা চালিয়েছে।

আইএস জঙ্গিরা সম্প্রতি কয়েক মাসে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছে। যুক্তরাষ্ট্র এই জঙ্গিদের বিরুদ্ধে ইরাকে ৮ অগাস্ট থেকে হামলা শুরু করেছে।