ইতালির দুটি জঙ্গি বিমানে সংঘর্ষ, নিখোঁজ ৪

ইতালির বিমান বাহিনীর দুটি টর্নেডো জঙ্গি বিমানের সংঘর্ষে হলে দুটি আকাশযানই বিধ্বস্ত হয়। এতে বিমান দুটির চার আরোহী নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 06:37 AM
Updated : 20 August 2014, 06:37 AM

প্রশিক্ষণ চলাকালীন মধ্যাকাশে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার পূর্ব ইতালির অ্যাসকোলি এলাকার আকাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

বিমান দুটি অ্যাসকোলি থেকে ৩০ কিলোমিটার দূরে মার্চি এলাকার বনভূমিতে বিধ্বস্ত হয়। আর এরপরই বনের ওই এলাকায় আগুন ধরে যায়।

বিমান দুটির দুই পাইলট ও দুই নেভিগেটর নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পাইলট দুজন বিমান থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিধ্বস্ত বিমানের আঘাতে ভূমিতে কেউ আঘাত পেয়েছেন এমন কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ফ্যাবিয়ো ভ্যালেরি বলেছেন, “পর্বতের আড়ালে হারিয়ে যাওয়ার আগে পাঁচ সেকেন্ডের মতো আকাশে আগুনের একটি বড় গোলা ছিল।”

বনে আগুন লাগার ঠিক আগে বিকট বিস্ফোরণের একটি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন বন সংলগ্ন দুটি গ্রামের বাসিন্দারা।

স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিচু দিয়ে উড়ে যাওয়ার সময় বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়।