চাঁদে নেমেছে চীনের নভোযান

চীনের নভোযান শনিবার চাঁদে অবতরণ করেছে। ১৯৭৬ সালের পর এবারই প্রথম দেশটির কোনো রোবোযান চাঁদের মাটিতে নির্বিঘ্নে অবতরণ করল বলে জানিয়েছে বিবিসি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2013, 10:56 AM
Updated : 15 Dec 2013, 10:56 AM

চ্যঙ্গে-৩ নামের এই নভোযান সফলভাবে চাঁদে অবতরণের মধ্য দিয়ে চীন চাঁদে অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মতো একই গৌরব অর্জন করল চীন।

নভোযানটিতে আছে সৌরশক্তিচালিত একটি চাকাওয়ালা রোবট। এটি চাঁদে খননকাজ ও ভূতাত্ত্বিক জরিপ চালাবে। অভিযান চলবে টানা তিন মাস।

চীন মহাকাশে প্রথম নভোচারী পাঠানোর এক দশক পর নতুন এ মহাকাশযান চাঁদে পাঠাল।

চাঁদের মাটিতে নেমে যানটির নতুন নতুন তথ্য ও ছবি সংগ্রহের আশা করছেন চীনের বিজ্ঞানীরা।

এর আগে চীনের পাঠানো একটি নভোযান কক্ষপথে পরিভ্রমণ করে এবং কিছু তথ্য সংগ্রহ করার পর চাঁদের মাটিতে আছড়ে পড়ে।

এবারের ইউটু রোবোযানটিকে চাঁদের ভৌগলিক কাঠামো পরীক্ষা করে দেখতে পাঠানো হয়েছে।