‘দিনে ৫০ ধরনের ফলখেকো বানর’

দক্ষিণ ও মধ্য আমেরিকার কিছু বানর দিনে ৫০টিরও বেশি ভিন্ন ধরনের ফল খেয়ে থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2013, 10:00 AM
Updated : 7 Dec 2013, 10:00 AM

পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল জানায়, বানরের আকার এবং তার খাদ্যাভ্যাস ঘনিষ্ঠভাবে সংযুক্ত।

মাঝারি আকারের বানর যার মধ্যে সাকি বানরও পড়ে তারা সবচেয়ে বেশি ফল খায়।

আর বড় আকারের বানর যাদের মধ্যে উলি স্পাইডার বানর পড়ে তারা বেশিরভাগ সময় পাতা ও গাছগাছালি খেয়ে থাকে।

আর মারমোসেট ও তামারিন প্রজাতির ছোট বানররা ফলের চাইতে পোকামাকড় বেশি খায়। ওইকোস জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশ পায় বলে বিবিসি জানিয়েছে।

মধ্য ও দক্ষিণ আমেরিকার বানরদের খাদ্যাভ্যাসের ওপর গত ৪২ বছর ধরে চালানো ২৯০টি গবেষণা থেকে বিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করেছেন।

তারা প্রাণীর আকার ও খাদ্য পছন্দের সঙ্গে পরিষ্কার সম্পর্ক খুঁজে পেয়েছেন।

গবেষণাপত্রের সহ লেখক ড. জোসেফ হাউইস বলেন, “আমরা দেখেছি মাঝারি আকারের বানররা ফল বেশি খায়। ছোট আকারের বানর যাদের বেশি পুষ্টির প্রয়োজন আছে তারা পোকামাকড় বেশি খায়। কারণ পোকামাকড় ক্যালোরি ও পুষ্টির বড় উৎস।“

এদিকে ঐতিহ্যগতভাবে বানরদের প্রিয়ফল কলা বলেই সবাই জানে। তবে গবেষকরা দেখেছেন, দক্ষিণ ও মধ্য আমেরিকার বানরদের মধ্যে কলা খুব একটা পছন্দের ফল নয়। বরং বেশিরভাগ সময় তারা নাম না জানা গাছের ফলই বেশি খেয়ে থাকে।

বিজ্ঞানীরা বলেন, তাদের কাজ শুধুমাত্র বিভিন্ন প্রজাতির প্রাণীর সংরক্ষণ চাহিদা নির্ধারণের উপায় হিসেবেই গুরুত্বপূর্ণ নয় বরং এটি ক্রান্তীয় অরণ্যে গাছগাছালির যে বিশাল ভান্ডার আছে সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতেও সাহায্য করছে।