ভোজে নেই মাংস, বিয়ে হলো পণ্ড

ভারতের উত্তর প্রদেশে কনে পক্ষের খাবারের আয়োজনে কাবাব-কোরমা বা বিরিয়ানি নেই, বরং সব পদই নিরামিষ। তা দেখে ক্ষুব্ধ বর বিয়ে না করেই চলে যায়।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 09:09 AM
Updated : 28 April 2017, 09:16 AM

পরে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্তে বিয়ে করতে বলা হলে বেঁকে বসেন কনে।

এনডিটিভি জানায়, কুলহেদি গ্রামে বর রিজভান ও তার পরিবার তাদের পরিবেশন করা সব খাবার নিরামিষ দেখে ক্ষিপ্ত হয়ে বিয়ের আসর ছেড়ে চলে যায়। 

কনে নাগমার পরিবার জানায়,  উত্তর প্রদেশে অবৈধ কসাই খানা বন্ধে কঠোর অভিযানের কারণে তারা মাংস কিনতে পারেনি।

উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দায়িত্ব গ্রহণের পরপরই অবৈধ কসাইখানা নিষিদ্ধ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

যে কারণে সেখানে মাংস জাতীয় খাবার অনেকটাই দুঃষ্প্রাপ্য হয়ে উঠেছে।

নাগমার পরিবার রিজভানের পরিবারকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদ বাড়তে থাকে এবং এক পর্যায়ে সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতের সাহায্য চাওয়া হয়।

গ্রাম পঞ্চায়েত থেকে রিজভানকে বিয়ে করার সিদ্ধান্ত এলে এবার বেঁকে বসেন কনে নাগমা।

তিনি রিজভানকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

তার পরের দৃশ্য যেন সিনেমার কাহিনী!

বিয়ের অনুষ্ঠানে আসা এক অতিথি নাগমাকে বিয়ের প্রস্তাব দেন এবং ওই আসরেই তাদের বিয়ে হয়ে যায়।