আফগানিস্তানে আইএস হামলায়  ৬ রেডক্রস কর্মী নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জোওজানে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে ছয় আফগান রেডক্রস কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 03:26 PM
Updated : 8 Feb 2017, 03:26 PM

প্রাদেশিক গভর্নর লুৎফুল্লাহ আজিজি বিবিসি’কে জানান, বুধবার কুশ টেপা এলাকায় ওই কর্মীদের গুলি করে মারা হয়।

ওই এলাকা থেকে রেডক্রসের আরও দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তিনি। জঙ্গিগোষ্ঠীটি তাদের অপহরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি তাদের কর্মী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে কারা তাদের হত্যা করেছে তা জানা নেই বলে জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রেডক্রস কর্মীরা সাম্প্রতিক তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের কাজ করছিলেন। 

নিহতরা সবাই আফগানিস্তানের নাগরিক বলে জানান গভর্নর আজিজি।

২০১৫ সাল থেকে আফগানিস্তানে তৎপরতা শুরু করেছে আইএস। মঙ্গলবার কাবুলে সুপ্রিম কোর্টের বাইরে চালানো আত্মঘাতী বোমা হামলার দায় বুধবার স্বীকার করেছে গোষ্ঠীটি। ওই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

বিভিন্ন সময় তালেবান জঙ্গিরাও রেডক্রসকে হামলার লক্ষ্য করেছে। ২০১৩ সালে জালালাবাদে রেডক্রসের দপ্তরে হামলা চালায় গোষ্ঠীটি।