যুক্তরাষ্ট্রের নির্বাচন: ভোট শেষ হওয়া শুরু

হোয়াইট হাউসের জন্য ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ ও তীক্ত প্রতিদ্বন্দ্বিতার পর অবশেষে সব প্রতিক্ষার অবসান হচ্ছে।

>>রয়টার্স
Published : 8 Nov 2016, 11:36 PM
Updated : 8 Nov 2016, 11:59 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়া শুরু হয়েছে।

ভোটের দিনের শেষ কয়েক ঘন্টায় মতামত জরিপে হিলারি কিছুটা এগিয়ে আছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় টাইম জোন ভুক্ত ইন্ডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা ও ওহাইওতে ভোট গ্রহণ শেষ হবে। এই অঙ্গরাজ্যেগুলোর ভোটের ফলাফল পাওয়া গেলেই সম্ভাব্য বিজয়ীর বিষয়ে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাবে।

নির্বাচনের দিন বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জাতীয় জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। হিলারির প্রতি ৪৪ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৩৯ শতাংশ ভোটার সমর্থন প্রকাশ পেয়েছে।

এই জরিপে হিলারির ট্রাম্পকে পরাজিত করার ৯০ শতাংশ সম্ভাবনা আছে এবং হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।