নির্বিচার হত্যাকাণ্ডে ‘আচ্ছন্ন ছিল’ মিউনিখ বন্দুকধারী

জার্মানির মিউনিখ শহরে হামলাকারী নির্বিচার হত্যাকাণ্ডে আচ্ছন্ন ছিল এবং নরওয়ের গণহত্যাকারী আন্দ্রেস বেহরিং ব্রেইভিকের দ্বারা প্রভাবিত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 12:36 PM
Updated : 23 July 2016, 06:06 PM

পুলিশ আরো জানায়, হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিল এবং বিষণ্নতার কারণে তার চিকিৎসা চলছিল।

শুক্রবার সন্ধ্যায় এক বন্দুকধারী প্রথমে মিউনিখের একটি খাবারের দোকানে (ম্যাকডোনাল্ডের দোকানে) এবং পরে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালিয়ে অন্তত নয় জনকে হত্যা করে।

হামলায় আরো ২৭ জন আহত হয়, যাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

জার্মানির গণমাধ্যমগুলো জানায়, ১৮ বছর বয়সী হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান।

শুক্রবার ছিল নরওয়েতে আন্দ্রেস বেহরিং ব্রেইভিকের গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার পঞ্চম বার্ষিকী। ইউরোপ ও আমেরিকার ডানপন্থি সন্ত্রাসীদের কাছে ব্রেইভিক বীরের মর্যাদা পায়।

মিউনিখ পুলিশ প্রধান হুবার্টাস আন্দ্রে বলেন, নরওয়েতে ব্রেইভিকের হামলা ও শুক্রবারের হামলাকারীর সঙ্গে ‘নিশ্চিতভাবেই’ সম্পর্ক রয়েছে। 

শোনা যাচ্ছে হামলাকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া একাউন্ট থেকে হামলার শিকার ব্যক্তিদের ম্যাকডোনাল্ডে আসার আমন্ত্রণ জানিয়েছিল।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান পুলিশ প্রধান হুবার্টাস আন্দ্রে।