ইরানের ওয়েবসাইট ‘হ্যাক’ করল আইএস

মধ্যপ্রাচ্য-ভিত্তিক কথিত ইসলামিক স্টেটের (আইএস) হ্যাকাররা ইরানের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ওয়েবসাইট হ্যাক করেছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 03:45 AM
Updated : 26 May 2016, 03:45 AM

বুধবার এ ঘটনা ঘটে।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে কর্মরতরা তাদের কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারছিলেন না। লগ ইনের পর তাদের কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠে “হ্যাকড বাই দায়েশ”।

আরবি নামের এই দায়েশই ইসলামিক স্টেট সংক্ষেপে আইএস নামে মধ্যপ্রাচ্যে পরিচিত।

আইএসের হ্যাকারদের হামলা থেকে ওয়েবসাইটটি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।