তাইওয়ানে ভূমিকম্প: উদ্ধার অভিযান সমাপ্ত

তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়া ১৭তলা ভবনের উদ্ধার কাজ শেষ হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে।

>>রয়টার্স
Published : 13 Feb 2016, 12:47 PM
Updated : 13 Feb 2016, 12:47 PM

৬ ফেব্রুয়ারি ভোরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানের তাইনান শহরের উইন-গুয়ান গোল্ডেন ড্রাগন কমপ্লেক্স নামের বহুতল ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়।

তাইনানের মেয়র উইলিয়াম লাই স্থানীয় টেলিভিশন চ্যনেলে বলেন, “আজ (শনিবার) তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।”

ভবনের ধ্বংসস্তুপ থেকে সর্বশেষ যে মৃতদেহটি উদ্ধার করা হয় সেটি ভবনের ব্যবস্থাপণা কমিটির সদস্য সিয়েহ চেন-ইইউর। নগর কর্মকর্তারা বলেন, এখনও যারা নিখোঁজ আছেন তারা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই ধসে পড়া ১৭তলা ভবনের বাসিন্দা ছিলেন।

প্রাথমিকভাবে ওই ভবনটিতে ২৫৬ জন বসবাস করত বলে খবর প্রকাশ হয়।

কিন্তু ভবনের ধ্বংসস্তুপ থেমে মোট ২৮৯ জনকে উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার ১৭৫ জনের মধ্যে ৯৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মেয়র লি।

৮ ফেব্রুয়ারি বিকালের পর আর কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি। এখনও ১০০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ভবনটি ধসে পড়ার কারণ নিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে ভবনের নির্মাণকারী  (ডেভেলপার) প্রতিষ্ঠানের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগে এখনও দায়ের করা হয়নি।