৪০ হাজার বছরের পুরোনো ব্রেসলেটের সন্ধান

সাইবেরিয়ায় খুঁজে পাওয়া গেছে চমৎকার সবুজ পাথরের ব্রেসলেট। যেটি ৪০ হাজার বছরের পুরনো বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 05:41 PM
Updated : 12 Feb 2016, 05:41 PM

এটিই এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরোনো অলঙ্কার।

সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় এ ব্রেসটেল খুঁজে পাওয়া যায়। গুহাটি চীন ও মঙ্গলিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত।

গুহার ভেতর প্রাণীর হাড়গোড়ের পাশে পাওয়া যায় ব্রেসলেটটি। হাড়গোড়গুলো লোমশ ম্যামথের বলে ধারণা বিজ্ঞানীদের।

ডেনিসোভান মানুষদের নামে ওই গুহার নামকরণ করা হয়েছে। রহস্যমানব ডেনিসোভানরা হোমোজেনাস প্রাণীর হোমিনিস গোত্রের অন্তর্ভূক্ত। তবে জেনেটিকভাবে তারা হোমো সাপিয়েন্স ও নিয়ান্ডারথাল উভয়ের চেয়ে আলাদা।

সার্বিয়ার মানুষদের ইতিহাস ও সংস্কৃতি জাদুঘরের প্রধান ড. আনাতোলি দেরেভায়াঙ্ক এর উদ্ধৃতি দিয়ে ‘দ্য ডেইলি মেইল’ জানিয়েছে, “ব্রেসলেটটির কারিগরের দক্ষতা এক কথায় অসাধারণ। প্রাথমিকভাবে আমরা ধারণা করেছিলাম, এটি নিয়ান্ডারথাল বা আধুনিক মানুষের তৈরি। কিন্তু পরীক্ষায় বোঝা গেছে এর কারিগর ডেনিসোভানরা।”

ব্রেসলেটটি হোমোসেপিয়ান্স এবং নিয়ান্ডারথালদের তুলনায় ডেনিসোভানদের অনেক বেশি অগ্রসর থাকার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন নোভোসিবির্স্ক শহরে অবস্থিত প্রত্নতত্ত্ব ও নৃবিদ্যা সংস্থার উপপরিচালক মিখাইল শুনকভ।

তিনি বলেন, “অলঙ্কারটির কারিগর এটি তৈরির জন্য আজকের আধুনিক ড্রিল মেশিনের মত কিছু ব্যবহার করেছেন। বিষয়টি কি আশ্চর্যের!”