‘ভালবাসা দিবস’ উদযাপন নিষিদ্ধ!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহট- এ ‘ভ্যালেন্টাইনস ডে’  বা ‘ভালবাসা দিবস’ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 03:55 PM
Updated : 12 Feb 2016, 03:55 PM

বিবিসি জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলা কর্তৃপক্ষ ভালবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে এবং পুলিশকে দোকানে ভ্যালেন্টাইনস ডে’র কার্ড ও উপহার সামগ্রী বিক্রিও বন্ধ করার নির্দেশ দিয়েছে।

একটি ধর্মীয় রাজনৈতিক দল কোহাট জেলা পরিচালনা করে এবং এলাকাটির অবস্থান পাকিস্তানের রক্ষণশীল আদিবাসী এলাকাগুলোর কাছে।

পাকিস্তানের অনেক শহরে এখনও ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন জনপ্রিয় উৎসব। যদিও দেশটির ধর্মীয়দলগুলো একে অপসংস্কৃতি মনে করে।

বিবিসি উর্দুকে কোহাট জেলা প্রশাসক মওলানা নিয়াজ মুহাম্মদ বলেন, “ভ্যালেন্টাইনস ডে’র কোনো আইনি বৈধতা নেই। দ্বিতীয়ত এটি আমাদের ধর্ম বিরোধী। তাই এ দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।”

“যেখানে কার্ড বা ফুল দেওয়াই খারাপ সেখানে এজন্য বিশেষ দিন উদযাপন করা একেবারেই উচিত না। আমার মতে এই চর্চার মাধ্যমে অশ্লীলতাকে উৎসাহ দেওয়া হয়।”

তবে বিবিসি জানায়, কোহাটের প্রায় ৩০টি দোকানে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে কার্ড, ফুল ও উপহার সামগ্রী বিক্রি হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি।

এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল।

তবে এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জোরগলাতেই বিষয়টি অস্বীকার করেন।

পাকিস্তানের মানবাধিকার কর্মী সাবিন মাহমুদ ২০১৩ সালে ভ্যালেন্টাইনস ডে উদযাপনের পক্ষে প্রচারণা শুরু করেছিলেন। এজন্য তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং এক পর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।

তাতেও শেষ রক্ষা হয়নি। গত বছর রাস্তার পাশে সাবিন মাহমুদকে গুলি করে হত্যা করা হয়।