গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গাজায়  ইসরায়েলের যুদ্ধাপরাধের ‘শক্ত প্রমাণ’ রয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 03:22 PM
Updated : 29 July 2015, 03:22 PM

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস একজন ইসরাইলি সেনাকে আটক করার পর ওই  অপরাধ করে সেনারা।

গত বছর ১ আগস্ট হাদার গোলদিন নামের এক ইসরাইলি সেনা হামাসের হাতে ধরা পড়ার পর রাফায় ইসরায়েলের বোমা হামলায় নিহত হয় অন্তত ১৩৫ বেসামরিক নাগরিক। পরবর্তীতে তাকে মৃত বলে ঘোষণা করে তেল আবিব।

অ্যামনেস্টি এ সম্পর্কে বলেছে, চারদিক থেকে অবরুদ্ধ করে এসব নাগরিককে হত্যা করে তেল আবিব। তাদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

২০১৪ সালের জুলাই ও অগাস্টে ৫০ দিনব্যাপী গাজা আগ্রাসনে ২,২৫১ জন ফিলিস্তিন  ও তাদের মধ্যে প্রায় ১ হাজার ৪৬২ বেসামরিক নাগরিক নিহত হয়। প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় নিহত হয় অন্তত ৭৩ জন ইসরাইলি সেনা।

অ্যামনেস্টি বলেছে, ২০১৪ সালের ১ থেকে ৪ অগাস্ট গাজা উপত্যকার রাফা শহরে ইসরাইলি সেনারা যা করেছে তা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।