ইয়াহু হ্যাকিংয়ে যুক্ত নয় রাশিয়া

মার্কিন মেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু হ্যাকিংয়ের সঙ্গে এফএসবি ইনটেলিজেন্স জড়িত- মার্কিন কর্তৃপক্ষের আনা এমন অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 01:08 PM
Updated : 17 March 2017, 01:08 PM

বুধবার বিচার বিভাগের আনা দুটি অভিযোগে দুই এফএসবি কর্মকর্তাকে হ্যাকারদের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত বলে অভিযুক্ত করা হয়।

রুশ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা অভিযোগ এটাই প্রথম। ২০১৪ সালে ইয়াহুর তথ্য হ্যাকিংয়ের ঘটনায় প্রায় ৫০ কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্থ হন।

“আমরা বার বার বলে আসছি, এফএসবি-সহ কোনো রাশিয়ান সংস্থার কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন সাইবার অপরাধের অভিযোগ আনার প্রশ্নই উঠে না,” বিবৃতিতে বলেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ।

দুই এফএসবি কর্মকর্তা দিমিত্রি ডোকুচায়েভ আর ইগোর সুশচিন অভিযুক্ত দুই হ্যাকার কারিম বারাটোভ আর আলেক্সে বেলান-এর সঙ্গে এই ঘটনায় সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অভিযুক্ত এই দুই হ্যাকার তিন বছরেরও বেশি সময় ধরে এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তথ্য ফাঁস ছাড়াও ইয়াহু অ্যাকাউন্টগুলোতে অনুমোদন ছাড়াই স্প্যাম ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।