মারা গেলেন ব্রাজিলকে স্তব্ধ করে দেওয়া ঘিগিয়া

১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের হৃদয়ভেঙে উরুগুয়েকে শিরোপা এনে দেওয়া আলসিদেস ঘিগিয়া মারা গেছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2015, 01:27 PM
Updated : 17 July 2015, 01:42 PM

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে উরুগুয়েকে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা এনে দেয়া দলটির শেষ জীবিত সদস্য ছিলেন ঘিগিয়া।
 
রিও দে জেনেইরোর মারাকানায় প্রায় ২ লাখ দর্শকের সামনে ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল করে উরুগুয়েকে শিরোপা এনে দিয়েছিলেন ঘিগিয়া। স্মরণীয় এই জয়ের ৬৫তম বার্ষিকীর দিনই গত বৃহস্পতিবার মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
 
মারাকানার ওই জয়ের ক্ষণটাকেই নিজের জীবনের সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেছিলেন ঘিঘিয়া।
 
“যা হয়েছিল খুবই চমৎকার ছিল। এটা আমাকে গর্বে ভরিয়ে দিয়েছিল। এটা ভোলার নয়। আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ছিল মারাকানা।”
 
এক সময় সেই ক্ষণটার স্মৃতিচারণ করে ঘিগিয়া বলেছিলেন, “কেবল তিন জন মারাকানাকে নিস্তব্ধ করেছিলেন। পোপ, ফ্র্যাঙ্ক সিনাত্রা ও আমি।”