সিটির হয়ে খেলতে তর সইছে না স্টার্লিংয়ের

লিভারপুল থেকে ম্যানচেস্টার সিটিতে রাহিম স্টার্লিংয়ের যোগ দেওয়াটা একরকম নিশ্চিতই ছিল। দল বদলের আনুষ্ঠানিকতা শেষে নতুন দলের হয়ে মাঠে নামতে আর তর সইছে না ইংলিশ এই মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2015, 06:30 AM
Updated : 15 July 2015, 06:30 AM

সিটিতে যোগ দিতে পেরে ভীষণ খুশি স্টার্লিং বলেন, “(দল বদল প্রক্রিয়ার) সবকিছু শেষ হওয়ায় আমি খুশি। আমি আর অপেক্ষা করতে পারছি না।”
 
৪ কোটি ৯০ লাখ পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুল থেকে সিটিতে যোগ দেন ২০ বছর বয়সী স্টার্লিং। ২০১১-১২ ও ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সিটিতে নিজেকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি।
 
“আপনার পাশে যত বেশি মানসম্পন্ন খেলোয়াড় থাকবে, আপনার খেলার মান তত বেশি বাড়বে।”
 
লিভারপুল ছাড়লেও এই দল ও এর কোচ ব্রেন্ডন রজার্সকে ধন্যবাদ জানিয়েছেন দলটিতে ৫ মৌসুম কাটানো স্টার্লিং। বিশেষ করে ১৫ বছর বয়সে তাকে দলে নেওয়ার জন্য রজার্সের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
 
নতুন চুক্তির ফলে স্টার্লিং পরিণত হয়েছেন সবচেয়ে দামি ইংলিশ ফুটবলারে। এর আগে সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড় অ্যান্ডি ক্যারোল ২০১১ থেকে সাড়ে ৩ কোটি পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন।