'বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব'

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ বার্সেলোনাকে হারানো 'প্রায় অসম্ভব' বলে মনে করেন ইউভেন্তুসের অধিনায়ক জানলুইজি বুফ্ফন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 10:26 AM
Updated : 25 May 2015, 01:25 PM

আগামী ৬ জুন ইউরোপ সেরার লড়াইয়ের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

বার্লিনের ওই ফাইনালে অনেকেই এবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সালোনাকে ফেভারিট মানছেন। ইউভেন্তুসের গোলরক্ষক বুফ্ফনও বিনা দ্বিধায় প্রতিপক্ষকে সেরা বলে মেনে নিলেন। তাই বলে জয়ের আশা ছাড়ছেন না তিনি।

"আমরা জানি, তারা আমাদের চেয়ে শক্তিশালী। কিন্তু সেরা দলই সবসময় জেতে না। আপনাকে ওই নির্দিষ্ট রাতে (আপনার প্রতিপক্ষের চেয়ে) ভালো খেলতে হবে এবং অবশ্যই ভাগ্যবানও হতে হবে।"

এরই মধ্যে দেশের সর্বোচ্চ লিগ সেরি আ এবং ইতালিয়ান কাপ জিতে 'ট্রেবল' জয়ের শেষ ধাপে পৌঁছে গেছে ইতালির ক্লাব ইউভেন্তুস। কিন্তু সে লক্ষ্য পূরণটা খুব কঠিন হবে বলে মনে করেন বুফ্ফন।

"বার্সেলোনা যদি শতভাগ খেলে, তাহলে এটা অবশ্যই আরও কঠিন হবে।"

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সামনেও আছে ট্রেবল জয়ের হাতছানি। আগামী ৩০ মে কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওকে এবং ৬ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইউভেন্তুসকে হারালেই দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতবে মেসিরা।