রিয়ালেই থাকতে চান আনচেলত্তি

এই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারার হতাশা থাকলেও রিয়াল মাদ্রিদেই থাকতে চান কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 02:37 PM
Updated : 22 May 2015, 02:37 PM

আগামী শনিবার গেতাফের বিপক্ষে লা লিগার শেষ রাউন্ডে খেলবে রিয়াল। এই ম্যাচের পরেই এখানে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন আনচেলত্তি।
 
২০১৩ সালের জুনে তিন বছর মেয়াদে রিয়ালে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান আনচেলত্তি। সেবার কোপা দেল রেতেও চ্যাম্পিয়ন হয় দলটি। কিন্তু লিগে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। 
 
আর এবার বড় তিনটি টুর্নামেন্টেই ব্যর্থ হয় আনচেলত্তির দল। কোপা দেল রের সেরা ষোলো থেকে ছিটকে পড়ার পর আশা বেঁচেছিল চ্যাম্পিয়ন্স লিগ আর ঘরোয়া লিগে। কিন্তু এই মাসের এক সপ্তাহের মধ্যে পরপর দুই হোঁচটে সব এলোমেলো হয়ে যায় তাদের। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের সেমি-ফাইনালে ইউভেন্তুসের কাছে হেরে যায় রিয়াল। আর গত রোববার এক ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনা লিগ শিরোপা জিতে নেয়।
 

তারপরই গণমাধ্যমে গুঞ্জন ওঠে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস নাকি আনচেলত্তিকে ছাঁটাই করতে চান। 
শুক্রবার দলের অনুশীলন শেষের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। আনচেলত্তি কোনো রাখঢাক না করে এখানে তার থাকার ইচ্ছার কথা জানিয়ে দেন।    
“এখানে থাকার ইচ্ছা, উৎসাহ এবং আত্মবিশ্বাস আমার আছে। কারণ আমি এই ক্লাব ও খেলোয়াড়দের পছন্দ করি এবং এই শহরকে পছন্দ করি।”
ইচ্ছা থাকা সত্ত্বেও যদি রিয়ালে আর থাকা না হয়, তারপরও মনে খারাপ লাগা থাকবে না বলে জানান আনচেলত্তি।
“আমি দুঃখিত হব না, কারণ আমার মনে থাকবে যে, আমার পক্ষে যতখানি সম্ভব তার সবই আমি দিয়েছি।”