কাপ জিতে ট্রেবলের সামনে ইউভেন্তুস

ট্রেবল জয়ের স্বপ্ন নিয়েই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে ইউভেন্তুস। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা দলটি লাৎসিওকে হারিয়ে ইতালিয়ান কাপও জিতেছে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 09:02 AM
Updated : 21 May 2015, 09:02 AM

গত বুধবার রোমে লাৎসিওকে ২-১ গোলে হারায় ইউভেন্তুস। 
 
ম্যাচের চতুর্থ মিনিটে স্তেফান রাদুর গোলে এগিয়ে যায় লাৎসিও। একাদশ মিনিটে অসাধারণ এক ভলিতে ইউভেন্তুসকে সমতায় ফেরান জর্জো কিয়েল্লিনি।  
 
নির্ধারিত ৯০ মিনিটে এরপর আর কোনো দলই গোল পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আলেসান্দ্রো মাত্রির ৯৭তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির ইউভেন্তুস।
 
১৯৯৫ সালের পর এই প্রথম কাপের শিরোপা জিতল টানা চারবার সেরি আর চ্যাম্পিয়ন দল। এবার তারা ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে ৬ জুন বার্লিনে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে। 
 
বার্সেলোনার সামনেও দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের হাতছানি আছে। এক ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। ৩০ মে কোপা দেল রের ফাইনাল খেলবে তারা। নিজেদের মাঠ কাম্প নউতে তাদের প্রতিপক্ষ আথলেতিক বিলবাও।