আরেকটি ফাইনালের স্বপ্ন আনচেলত্তির

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি ফাইনাল খেলার স্বপ্নের কথা জানালেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 08:38 AM
Updated : 23 April 2015, 08:38 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের একাদশ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। 
 
ম্যাচ শেষে আনচেলত্তি অবশ্য শিরোপা জয় নিয়ে এখনই কিছু বলেননি। তিনি শুধু একটি স্বপ্নের কথা জানান। 
 
“এই মুহূর্তে আমরা আরেকটি ফাইনাল খেলার স্বপ্নের ঘোরে আছি। এখনও আমাদের সুযোগ আছে এবং সম্ভাবনা থাকলে আমরা বিপজ্জনক।”
 
নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর বিপক্ষে জয়ের অন্যরকম একটা তৃপ্তিও আছে রিয়াল মাদ্রিদ দলে। শেষ আট ম্যাচের মধ্যে দিয়েগো সিমেওনের দলের বিপক্ষে এটিই প্রথম জয় রিয়ালের।
 
আতলেতিকোর বিপক্ষে রিয়ালকে মহামূল্যবান এই জয় এনে দেন হাভিয়ের এরনান্দেস। আতলেতিকোর মাঠে প্রথম পর্ব গোলশূন্য ড্র করে আসা রিয়ালের জয়সূচক গোলটি মেক্সিকোর এই ফরোয়ার্ডই করেন। 
 
ম্যাচ শেষে কোচ আর সতীর্থরা চিচারিত নামে পরিচিত এই প্রতিভাবান ফুটবলারকে প্রশংসায় ভাসান।