‘মের্সির অর্জন ছোঁয়া প্রায় অসম্ভব’

বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে লিওনেল মেসির করা ৪০০ গোলের রেকর্ড আর কেউ করতে পারবে না বলে বিশ্বাস করেন লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 07:18 AM
Updated : 21 April 2015, 07:18 AM

গত শনিবার নিজেদের মাঠ কাম্প নউতে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করে অসাধারণ মাইলফলকটি স্পর্শ করেন মেসি।

দলের সেরা তারকার দারুণ এই কীর্তির প্রশংসা করতে গিয়ে এনরিকে মন্তব্যটি করেন।

“মেসি সেরা অবস্থানে আছে। ৪০০ গোল? এটা প্রায় অসম্ভব। আমি বলব এর পুনরাবৃত্তি সম্ভব নয়।”

ক্লাবের হয়ে ৪৭১টি ম্যাচ খেলে নতুন এই ইতিহাস রচনা করেন টানা চারবারের বর্ষসেরা তারকা।

লিগে বার্সেলোনার হয়ে মেসির এটা ২৭৮তম গোল। ৭৫টি গোল তিনি করেন চ্যাম্পিয়ন্স লিগে। স্প্যানিশ কাপে করেন ৩২ গোল। স্পেনের সুপার কাপে করেন ১০ গোল। চারটি গোল করেন ক্লাব বিশ্বকাপে। বাকি একটি গোল মেসি করেন উয়েফা সুপার কাপে।

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি গত বছরের মার্চেই নিজের করে নেন মেসি। এর আগে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন পাওলিনো আলকানতারা। ১৯১২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত খেলে ৩৬৯ গোল করেছিলেন তিনি।