এফএ কাপের ফাইনালে আর্সেনাল

এফএ কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ের শেষ ধাপে পৌঁছে গেছে আর্সেনাল। আলেক্সিস সানচেসের জোড়া গোলে রিডিংকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 08:14 PM
Updated : 18 April 2015, 08:14 PM

শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো প্রতিযোগিতার প্রথম সেমি-ফাইনালে ২-১ ব্যবধানে জেতে আর্সেনাল। নির্ধারিত সময় ১-১ গোলে অমিমাংসিত ছিল।
 
এবার দিয়ে রেকর্ড ১৯তম বারের মতো ইংল্যান্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনালে উঠল আর্সেনাল। 
 

প্রথমার্ধের ৩৯তম মিনিটে মেসুত ওজিলের বাড়ানো বল ধরে খুব কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানচেস। তবে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ডান পায়ের ভলিতে ম্যাচে সমতা আনেন ইংলিশ মিডফিল্ডার গ্যারেথ ম্যাকক্লেরি।
১-১ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। আর সেখানে ১০৫তম মিনিটে ডান পায়ের শটে আবারও দলকে এগিয়ে দেন সানচেস। পরে এই গোলেই ফাইনালের টিকেট নিশ্চিত হয় আর্সেনালের।
রোববার একই মাঠে অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও অ্যাস্টন ভিলা।