যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

অ্যাথলেটদের উর্বর-ভূমি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। অ্যাথলেটিক্সের সর্বোচ্চ প্রতিযোগিতার ২০২১ সালের আসরটি হবে ইউজিনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 03:38 PM
Updated : 16 April 2015, 03:38 PM

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ) কাউন্সিল বৃহস্পতিবার বেইজিংয়ে সভা শেষে ইউজিনকে ২০২১ সালের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়টি জানায়।

২০১৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল ইউজিন। কিন্তু ওরেগন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরটি গোপন ব্যালটের ভোটে কাতারের দোহার কাছে হেরে যায়। 

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ২০১৭ সালের আসরটি হবে লন্ডনে। ১৯৮৩ সালে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় হেলসিংকিতে। দুই বছর পরপর এই আসর বসে।