পেনাল্টি কিক নিয়ে মেসির হতাশা

গোলমুখে ভয়ঙ্কর লিওনেল মেসিকে এ মৌসুমে ভালোই ভোগাচ্ছে পেনাল্টি কিক। এ নিয়ে কিছুটা হতাশা থাকলেও উন্নতির জন্য দৃঢ়প্রতিজ্ঞ বার্সেলোনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2015, 10:45 AM
Updated : 14 April 2015, 04:03 PM

এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে চারটি পেনাল্টি থেকে গোল পাননি মেসি। এ নিয়ে বার্সেলোনার ম্যাগাজিনকে মেসি বলেন, "ক্লাব ও আর্জেন্টিনার হয়ে আমি বেশ কিছু পেনাল্টি মিস করেছি, এজন্য অনেক হতাশা আছে। দলে আমি পেনাল্টি নেওয়ার দায়িত্বে রয়েছি; কিন্তু যখন গোলরক্ষকরা আপনাকে নিয়ে গবেষণা করবে, তারা জেনে যাবে, আপনি কি করতে চান।"

মেসিও জানেন, ভালোভাবে নেওয়া পেনাল্টি কিক ফেরানো খুবই কঠিন। তবে এর পরেও গোল করা সম্ভব হয় না অনেক সময়; আর এটাই ফুটবল।

"ফুটবলে এগুলো হয়ই; তবে এটাও সত্য, আমি কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছি। যেমন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটা গোল আমাদের গুরুত্বপূর্ণ সময়ে এগিয়ে দিত।

তবে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারানোর পর এ নিয়ে আক্ষেপ করেন না বলে জানান মেসি।