ইব্রার নৈপুণ্যে সুইডেনের জয় 

ইরানের বিপক্ষে সুইডেনের প্রীতি ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন দেশটির তারকা খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 08:07 AM
Updated : 1 April 2015, 08:07 AM

পিএসজির ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ নিজে একটি গোল করেন, একটি গোলে অবদান রাখেন। তার অসাধারণ এই নৈপুণ্যেই ঘরের মাঠে ইরানকে ৩-১ গোলে হারায় সুইডেন। 
 
গ্যালারিতে থাকা প্রায় ৩৪ হাজার দর্শকের বেশিরভাগই অতিথি দলের সমর্থন করে। সুইডেনে প্রায় ৬০ হাজার ইরানি থাকেন। তাদের অনেকেই ম্যাচটি দেখতে আসেন। 
 
নিজের দেশকে সমর্থন করতে আসা ইরানিদের স্তব্ধ করে দিয়ে একাদশ মিনিটে সুইডেনকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ১০ মিনিট পর মার্কুস বারির ব্যবধান দ্বিগুণ করা গোলটির যোগানদাতা ছিলেন তিনি। 
 
তিন মিনিট পর ইরানি সমর্থকরা গর্জন করে ওঠার সুযোগ পায়। একটি গোল ফেরত দেয় তাদের দল। কিন্তু শেষ মুহূর্তে ওলা তৈভোনেন-এর গোলে আবার ব্যাবধান বাড়ায় সুইডেন।