দর্শক হাঙ্গামার ম্যাচ জিতে ফাইনালে ঘানা

বিষুবীয় গিনিকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠেছে ঘানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2015, 04:30 AM
Updated : 6 Feb 2015, 04:30 AM

বৃহস্পতিবার স্বাগতিক গিনির দর্শকদের হাঙ্গামার মধ্যেও ম্যাচটি ৩-০ গোলে জেতে চারবারের চ্যাম্পিয়ন ঘানা।

রোববারের ফাইনালে ঘানার প্রতিপক্ষ ১৯৯২ সালের চ্যাম্পিয়ন কোত দি ভোয়া।

ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত ঘানাকে গোল পেতে দেয়নি স্বাগতিকরা। তবে ৩ মিনিটের মধ্যে দুই গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ঘানা।

৪২তম মিনিটে জর্ডান আইয়ুর পেনাল্টি গোলে এগিয়ে যায় ঘানা। ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুবারক ওয়াকাসো।

৭৫তম মিনিটে আন্দ্রে আইয়ু গোলের জয় নিশ্চিত হয় ঘানার। তবে ৮২তম মিনিটে দর্শকদের হাঙ্গামায় ম্যাচের আর সবকিছু ম্লান হয়ে যায়।

ঘানার সমর্থকদের দিকে বোতলসহ নানা কিছু ছুড়ে মারে গিনির সমর্থকরা। ঘানার বেঞ্চ লক্ষ্য করেও বোতল ছুড়ে মারে তারা। এর জন্য খেলা ৩৪ মিনিট বন্ধও রাখতে হয়।