ইন্দো-বাংলা গেমস: তিন ডিসিপ্লিনের প্রস্তুতি শুরু

ইন্দো-বাংলা গেমসে সাফল্যের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কাবাডি, ভলিবল ও বক্সিং দল অনুশীলন শুরু করেছে। এই তিন ক্রীড়ায় প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 04:13 PM
Updated : 1 Feb 2015, 04:13 PM

বিওএ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফেব্রুয়ারির প্রথম দিন থেকে কাবাডি, ভলিবল ও বক্সিংয়ের অনুশীলন শুরু হয়। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ প্রস্তুতি ক্যাম্পের উদ্বোধন করেন।

জিমন্যাস্টিকসের অনুশীলন শুরু হয়েছে ক’দিন আগে।

কাবাডি মহিলা দলের প্রশিক্ষণ কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তাদের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প চলবে। প্রাথমিকভাবে ১৪ জন খেলোয়াড় ও একজন প্রশিক্ষক নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে।

১৪ জন খেলোয়াড় ও একজন প্রশিক্ষক নিয়ে ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে ভলিবল দলের প্রস্তুতি। আর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ১২ জন খেলোয়াড় ও দুই জন প্রশিক্ষক নিয়ে শুরু হয়েছে বক্সিং দলের অনুশীলন।

১০ ডিসিপ্লিন নিয়ে ইন্দো-বাংলা গেমসের চতুর্থ আসর আগামী এপ্রিলে শুরু হওয়ার কথা।

২০০৭ সালে ভারতের কলকাতায় বসেছিল ইন্দো-বাংলা গেমসের প্রথম আসর। ২০০৮ সালে ঢাকায় হয়েছিল দ্বিতীয় আসর। ২০১০ সালে কলকাতায় তৃতীয় আসর হওয়ার পর এই গেমস আর মাঠে গড়ায়নি।