বাংলাদেশকে সেরাটা দেখাতে চায় মালয়েশিয়া

বঙ্গবন্ধু গোল্ড কাপের স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল সম্পর্কে খুব একটা জানাশোনা নেই মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কোচ ও অধিনায়কের। তবে স্বাগতিকদের এগিয়ে রেখে নিজেদের সেরাটা দেখাতে চান দুজনই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:48 PM
Updated : 28 Jan 2015, 01:50 PM

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল।

এএফসির র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের (৩৪তম) চেয়ে এগিয়ে মালয়েশিয়া (২৮তম)। তবে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের এগিয়ে রেখে দলটির কোচ রাজিব ইসমাইল বুধবার সংবাদ সম্মেলনে বলেন, “হোম টিম সব সময়ই ফেভারিট। কেন না, তারা এ আসরের আয়োজক এবং নিজেদের মাঠে খেলবে। স্থানীয় দর্শকের সমর্থনও পাবে বাংলাদেশ।”

দলটির অধিনায়ক নাজিরুল নাইম গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে সেরাটা মেলে ধরতে চান। এ আসরে খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আশা করি, বাংলাদেশের বিপক্ষের ম্যাচে নিজেদের সেরাটা দেখাব আমরা।”

গোল্ড কাপকে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে নেয়ার কথা জানান অতিথি দলের কোচ। মামুনুল-এমিলিদের খেলা সম্পর্কে জানাশোনা না থাকার কথাও অকপটে স্বীকার করেন তিনি।

“সত্যি বলতে, বাংলাদেশের খেলার সম্পর্কে আমি কিছু জানি না। কিন্তু আমি মনে করি, তারা ভালো দল।”