ইরাককে হারিয়ে ফাইনালে দক্ষিণ কোরিয়া

এশিয়ান কাপে ৫৫ বছরের শিরোপা-খরা কাটাতে আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া। ইরাককে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 01:19 PM
Updated : 26 Jan 2015, 02:13 PM

সোমবার সিডনিতে সেমি-ফাইনালে এশিয়ান কাপের ২০০৭ সালের চ্যাম্পিয়ন ইরাকের বিপক্ষে দুই বারের শিরোপা জয়ী দক্ষিণ কোরিয়ার জয়টি ২-০ গোলে।

১৯৮৮ সালে সবশেষ এশিয়ান কাপের ফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া ১৯৬০ সালের পর আর এই টুর্নামেন্টের শিরোপা জেতেনি। টুর্নামেন্টে তারা প্রথম শিরোপা জেতে ১৯৫৬ সালে।

২০তম মিনিটে দারুণ এক হেডে গোল করে লি জিয়ংহাইউপ দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন। ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিম ইয়ং গুন।

আগামী শনিবার দক্ষিণ কোরিয়া ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া অথবা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। মঙ্গলবার সেমি-ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।