বঙ্গবন্ধু গোল্ড কাপে ৪ দেশেরই অনূর্ধ্ব-২৩ দল

ছয় দেশের জাতীয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চারটি দেশ অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে। টুর্নামেন্টে কেবল বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় দল খেলবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 03:16 PM
Updated : 21 Jan 2015, 03:16 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বুধবার সাংবাদিকদের জানান, গোল্ড কাপে মালয়েশিয়া, বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দল পাঠাবে।

গোল্ড কাপের ম্যাচগুলোকে ফিফার ‘টায়ার ওয়ান’-এর ম্যাচের স্বীকৃতির জন্য শুরু থেকে চেষ্টা চালাচ্ছে বাফুফে।

দলটি দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু হবে ২৯ জানুয়ারি।

‘এ’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩৪তম) চেয়ে মালয়েশিয়া (২৮তম) এগিয়ে এবং শ্রীলঙ্কা (৩৬তম) পিছিয়ে আছে। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন।

২৯ জানুয়ারি সিলেটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে গোল্ড কাপের উদ্বোধন হবে। গ্রুপ পর্বে মামুনুলরা শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবেন আগামী ২ ফেব্রুয়ারি।

সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ ও একটি সেমি-ফাইনালসহ মোট চারটি ম্যাচ। আর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে একটি সেমি-ফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ। ৮ ফেব্রুয়ারি ঢাকায় হবে গোল্ড কাপের ফাইনাল।