বুসানের বিপক্ষে সামর্থ্য প্রমাণের অপেক্ষা শেখ জামালের

বাংলাদশ সফরে আসা দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আইপার্কের বিপক্ষে লড়াকু ফুটবল খেলতে চায় শেখ জামাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 11:52 AM
Updated : 26 Dec 2014, 11:52 AM

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ও বুসান আইপার্ক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শুক্রবার সংবাদ সম্মেলনে শেখ জামাল কোচ মারুফুল হক জানান, নিজেদের মাঠে খেলার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান তিনি।

“আমরা নিজেদের মাঠে খেলব। তবে কোরিয়ার দল তো কোরিয়ান ফুটবলের মতোই মানসম্পন্ন। আমরা তাদের বিপক্ষে লড়াকু ফুটবল খেলতে চাই।”

“ভুটানের কিংস কাপে আমাদের খেলা আপনারা অনেকেই দেখেননি। এই প্রীতি ম্যাচে আমরা নিজেদের যোগ্যতা আপনাদের দেখাতে চাই”, যোগ করেন তিনি।

জাপানের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বাংলাদেশের খেলা সবশেষ প্রীতি ম্যাচে জাতীয় দলে ছিলেন শেখ জামালের ১২ জন ফুটবলার। ওই ম্যাচ বাংলাদেশ জাতীয় দল ৩-০ ব্যবধানে হেরেছিল।

মারুফুল জানান, জাপানের তরুণ দলটির বিপক্ষে তার দলের ছেলেরা যে ভুলগুলো করেছে, সেগুলো এরই মধ্যে শুধরে নিয়েছেন তিনি।

কোরিয়ার দলটির সঙ্গে ফুটবল মাঠে এবারই প্রথম দেখা হচ্ছে শেখ জামালের। প্রতিপক্ষ দল সম্পর্কে তাই খুব বেশি জানাশোনা নেই মারুফুলের। বুসানের খেলা গত কয়েকটি ম্যাচের ভিডিও ফুটেজ দেখে কিছুটা ধারণা পাওয়ার কথা জানান শেখ জামাল কোচ।

“ওদের গত দুটি ম্যাচের ভিডিও দেখেছি। ওরা প্রেসিং ফুটবল খেলে। আক্রমণাত্মক ও দ্রুতগতির ফুটবল খেলে তারা।”

শেখ জামাল কোচ জানান, তার দলে চোট সমস্যা নেই। মাঝ মাঠের সেরা তারকা মামুনুল ইসলাম জাপানের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারলেও অনুশীলনে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশের প্রথম দল হিসেবে ভুটানের কিংস কাপ জয়ের ইতিহাস গড়লেও শেখ জামালের অধিনায়ক নাসিরউদ্দিন চৌধুরী মাটিতে পা রাখছেন। ম্যাচটিকে সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি।

“এ ম্যাচটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমরা প্রস্তুত আছি। আসলে চেষ্টা করলে সব হয়। মানুষের সাধ্যের বাইরে কিছু নেই।”