ঘরের মাঠে ফের ইউভেন্তুসের হোঁচট

এগিয়ে গিয়েও সাম্পদোরিয়ার সঙ্গে সেরি আতে ১-১ গোলে ড্র করেছে ইউভেন্তুস। দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বর্তমান চ্যাম্পিয়নরা হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 03:49 PM
Updated : 14 Dec 2014, 03:49 PM

রোববার নিজেদের মাঠে দ্বাদশ মিনিটে ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরার গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। কিন্তু দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোলটি শোধ করে দেন অতিথি দলের বদলি খেলোয়াড় মানোলো গাব্বিয়াদিনি।

এই নিয়ে লিগে টানা দুই ম্যাচ ড্র করলো ইউভেন্তুস। গত রাউন্ডে ফিওরেন্তিনার মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।

সবধরণের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে ড্র করল ইতালির সফলতম দলটি। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গেও ঘরের মাঠে গোলশূন্য ড্র করে ইউভেন্তুস।

এই ড্রয়ের পরও সেরি আর শীর্ষে অবশ্য কোনো পরিবর্তন আসেনি, ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে ইউভেন্তুস।