রেকর্ডের পথে রিয়াল

আর একটি জয় পেলেই নিজেদের টানা জয়ের রেকর্ড গড়বে রিয়াল মাদ্রিদ। দলের এমন অদম্য ছুটে চলায় দারুণ খুশি দলটির কোচ কার্লো আনচেলোত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 05:23 AM
Updated : 28 Nov 2014, 05:23 AM

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এফসি বাসেলকে হারিয়ে টানা ১৫তম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯৬০-৬১ ও ২০১১-১২ মৌসুমেও টানা ১৫ জয় পেয়েছিল তারা।

গত সেপ্টেম্বরে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়ার পর থেকে জয়রথে আছে রিয়াল মাদ্রিদ। দলের সাফল্যের কৃতিত্ব ছাত্রদের দিয়েছেন আনচেলোত্তি।

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ১০ম শিরোপা এনে দেয়া এই কোচ বলেন, “কৃতিত্ব খেলোয়াড়দের। মৌসুমে তারা চমৎকার খেলছে।”

আগামী শনিবার মালার বিপক্ষে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলে টানা ১৬টি জয় পাবে স্পেনের সফলতম দলটি।