জিতলেই নকআউট পর্বে চেলসি

এক ম্যাচ বাকি থাকতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা নিয়ে শালকের মাঠে খেলতে যাচ্ছে ইংল্যান্ডের ক্লাব চেলসি। জার্মানির দলটিকে হারালেই সেরা ষোলোতে উঠে যাবে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 03:08 PM
Updated : 24 Nov 2014, 03:08 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শালকের মাঠে হবে ম্যাচটি।

ড্র করলেও পরের রাউন্ডের টিকেট নিশ্চিত হতে পারে চেলসির। তবে সেক্ষেত্রে পর্তুগালের ক্লাব স্পোর্তিং এবং স্লোভেনিয়ার দল মারিবোরের মধ্যে গ্রুপের অপর ম্যাচও ড্র হতে হবে। একই সময়ে শুরু হবে ওই ম্যাচ।

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দারুণ খেলছে শালকে। ধারাবাহিক ওই সাফল্য ধরে রেখে চেলসিকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করতে চাইবেন শালকের কোচ রবের্তো দি মাত্তেও।

গত অক্টোবরে ইতালির কোচ মাত্তেও শালকের দায়িত্ব নেন। তারপর থেকে ঘরের মাঠে সব ধরণের প্রতিযোগিতা মিলে চার ম্যাচের সবকটিতে জিতেছে বুন্দেসলিগার দলটি।

চেলসির বিপক্ষে ম্যাচটি মাত্তেওর জন্য আবার একটু ভিন্ন আবেগের। ২০১১-১২ মৌসুমে ইংল্যান্ডের দলটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন তিনি।

এবারের আসরে গ্রুপ পর্বের চার রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে চেলসি। ৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে শালকে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা স্পোর্তিং ও মারিবোরের পয়েন্ট যথাক্রমে ৪ ও ৩।